পুনে, ২৭ অক্টোবর- বিরাট কোহলির রেকর্ডের দিনও হারল ভারত। শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ৪৩ রানে হেরেছে স্বাগতিক ভারত। সিরিজে এখন ২-১ সমতা বিরাট করছে। এর আগে সিরিজের প্রথম ম্যাচে ভারত জয় পেয়েছিল আট উইকেটে। আর দ্বিতীয় ম্যাচটি ড্র হয়েছিল। শনিবার পুনেতে অনুষ্ঠিত ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজের দেয়া ২৮৪ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৭.৪ ওভারে ২৪০ রানে অলআউট হয়ে যায় ভারত। দলের পক্ষে সেঞ্চুরি করেন অধিনায়ক বিরাট কোহলি। ১০৭ রান করে আউট হন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে কেমার রোচ ১টি, জ্যাসন হোল্ডার ২টি, ওবেড ম্যাকয় ২টি, অ্যাশলে নার্স ২টি ও মারলন স্যামুয়েলস ৩টি করে উইকেট শিকার করেন। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটে ২৮৩ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে শাই হোপ ৯৫ রান করেন। ৩৭ রান করেন শিমরন হেটমায়ার। অধিনায়ক জ্যাসন হোল্ডার করেন ৩২ রান। শেষ দিকে ২২ বলে ৪০ রান করেন অ্যাশলে নার্স। এই ইনিংস খেলার পথে তিনি চারটি চার মারেন ও দুইটি ছক্কা হাঁকান। ভারতীয় বোলারদের মধ্যে জ্যাসপ্রীত বুমরাহ ১০ ওভারে ৩৫ রান দিয়ে চারটি শিকার করেন। এছাড়া ভুবনেশ্বর কুমার ১টি, খলিল আহমেদ ১টি, যুজবেন্দ্র চাহাল ১টি ও কুলদীপ যাদব ২টি করে উইকেট শিকার করেন। আন্তর্জাতিক ক্রিকেটে অসংখ্য রেকর্ডের মালিক ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। শনিবার আরেকটি রেকর্ডের মালিক হয়েছেন তিনি। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে ওয়ানডেতে সেঞ্চুরির হ্যাটট্রিক করেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি এই সিরিজের প্রথম ম্যাচে ১৪০ রান করেছিলেন বিরাট কোহলি। দ্বিতীয় ম্যাচে ১৫৭ রান করে অপরাজিত থাকেন তিনি। বুধবার সিরিজের তৃতীয় ম্যাচে ১০৭ রান করে আউট হন তিনি। ওয়ানডে ক্রিকেটে এটি তার ৩৮তম সেঞ্চুরি। ওয়ানডেতে টানা সবচেয়ে বেশি সংখ্যক সেঞ্চুরির রেকর্ড শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার কুমার সাঙ্গাকারার। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে টানা চারটি সেঞ্চুরি রয়েছে তারা। ২০১৫ সালের বিশ্বকাপে এই রেকর্ড গড়েছিলেন তিনি। সূত্র: ঢাকাটাইমস এমএ/ ১১:০০/ ২৭ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2zb6Rhw
October 28, 2018 at 05:03AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন