কলকাতা, ২২ অক্টোবর- নজরে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা৷ মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে তাঁর কালীঘাটের বাড়ির পাশে বানানো হবে দুটি ওয়াচ টাওয়ার৷ খরচ হবে ৭৪ লক্ষ টাকা৷ ওয়াচ টাওয়ার বানাতে ইতিমধ্যেই পূর্ত দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ নবান্ন সূত্রে জানা গিয়েছে, টেন্ডার ডাকা হচ্ছে৷ ৬০ দিনের মধ্যে বরাত পাওয়া সংস্থাকে দুটি ওয়াচ টাওয়ার বানাতে হবে৷ আগামী পাঁচ বছর সেগুলির দেখভালের দায়িত্বে থাকবে ওই সংস্থাই৷ ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রীর হরিশ চ্যাটার্জী স্ট্রিটের বাড়ির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হয় কলকাতা পুলিশের তরফে৷ সুরক্ষার স্বার্থে তাঁকে সরকারি জায়গায় স্থানান্তরের অনুরোধ করে পুলিশ৷ কিন্তু নিজের বাড়ি ছেড়ে অন্যত্র গিয়ে থাকতে রাজি হননি মমতা বন্দ্যোপাধ্যায়৷ এরপরই, কলকাতা পুলিশ ও পূর্ত দফতরের তরফে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ি কতটা নিরাপদ তা খতিয়ে দেখা হয়৷ কোন কোন ক্ষেত্রে নিরাপত্তা বাড়নো দরকার সেগুলির উপরও জোর দেওয়া হয়৷ তখনই পুলিশের তরফে ৩০বি, হরিশ চ্যাটার্জী স্ট্রিটে নজরদারির জন্য দুটি ওয়াচ টাওয়ার তৈরি আবেদন জানানো হয় পূর্ত দফতরে৷ সেই আবেদনের প্রেক্ষিতেই বসবে ওয়াচ টাওয়ার৷ পুলিশ সূত্রে খবর, মুখ্যমন্ত্রী জেট প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান৷ কিন্তু তা যথেষ্ট নয়৷ প্রয়োজন আরও নিরাপত্তা বৃদ্ধির৷ এমনিতেই প্রতিদিনই প্রায় নিয়ম করে মমতার কালীঘাটের বাড়িতে নানা সমস্যার সমধানের জন্য ভিড় জমান সাধারণ মানুষ৷ অনেক সময় মুখ্যমন্ত্রী নিজে তাদের সঙ্গে কথা বলেন৷ ফলে নজরদারির জন্য প্রস্তাবিত ওয়াচ টাওয়ার খুবই গুরুত্বপূর্ণ৷ তবে কবে থেকে ওয়াচ টাওয়ার নির্মাণের কাজ শুরু হবে সে বিষয় এখনও কিছু জানা যায়নি৷ তথ্যসূত্র: কলকাতা২৪৭ একে/০৭:২০/২২ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2R7QqKt
October 23, 2018 at 01:19AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top