নয়াদিল্লি, ৮ অক্টোবরঃ ত্রিপুরায় বেআইনিভাবে বসবাসকারীদের চিহ্নিত করতে নাগরিক তালিকা (এনআরসি) তৈরি করা হবে কিনা সেবিষয়ে কেন্দ্রের কাছে জবাব তলব করল সুপ্রিমকোর্ট। অসমে নাগরিক তালিকার চূড়ান্ত খসড়া প্রকাশের পর থেকেই ত্রিপুরাতেও তা চালু করার দাবি উঠেছে। এনআরসির দাবিতে ত্রিপুরা পিপলস ফ্রন্ট সুপ্রিমকোর্টে মামলা দায়ের করেছে। সোমবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এসকে কৌল ও বিচারপতি কেএম জোশেফের বেঞ্চে মামলাটির শুনানি হয়। আদালতে ফ্রন্টের আইনজীবী দাবি করেন, অসমের মতো ত্রিপুরাতেও বাংলাদেশ থেকে বহু মানুষ বেআইনিভাবে আশ্রয় নিয়েছেন। তাঁদের চিহ্নিত করতে নাগরিক তালিকা তৈরি জরুরি। এর পরেই কেন্দ্রকে অবস্থান স্পষ্ট করার নির্দেশ দেয় তিন বিচারপতির বেঞ্চ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2IJsCJN
October 08, 2018 at 06:49PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন