বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলায় শিশু কন্যাকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন এক অপহরণকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। আজ সোমবার বিকেলে উপজেলার দৌলতপুর ইউনিয়নের মিয়াজানেরগাঁও গ্রামের রাস্তায় এ ঘটনা ঘটে। আটককৃত অপহরণকারী হলেন- হবিগঞ্জ জেলার ফতেহগাজী গ্রামের মৃত আবদুল আলীর ছেলে নাজিম উদ্দিন (২৪)। আর অপহৃত ওই শিশুকন্যা হচ্ছে বিশ্বনাথ উপজেলার ছত্রিশ নোয়াগাঁও গ্রামের মৃত আবদুস ছোবহানের মেয়ে শাহেনা বেগম (৯)। এঘটনায় অপহৃত শিশু শাহেনা বেগম আতংকিত হয়ে পড়লে তার শরীরে জ্বর চলে আসে।
স্থানীয়রা জানান, অপহৃত শিশু কন্যা শাহেনা বেগমের বাবা নেই, শিশু কন্যার মা তার পিত্রালয়ে বসবাস করে আসছেন। গত দুই মাস পূর্বে শাহেনা বেগমকে তার মা মিয়াজানেরগাঁও গ্রামের পিতার বাড়িতে দিয়ে যান। এরপর থেক ওই শিশুকন্যার চাচা ও দাদি তাকে দেখা শোনা করে যাচ্ছেন। তারা ওই শিশু কন্যাকে স্থানীয় মিয়াজানেরগাঁও প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার জন্য প্রতিদিন পাঠান। সে তৃতীয় শ্রেনিতে লেখা পড়া করে। কিন্তু ওই বিদ্যালযে এখনও সে ভর্তি হয়নি। আগামী জানুয়ারী মাসে সে বিদ্যালয়ে ভর্তি হওয়ার কথা। আজ সোমবার সকালে প্রতিদিনের ন্যায় সে ওই বিদ্যালয় যায়। দুপুর দেড়টার দিকে বাড়িতে এসে টিফিন শেষে ফের বিদ্যালয় যাওয়ার পথিমধ্যে তাকে অপহরণ করা হয়। এমন খবর মুর্হুতের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয় দুটি মসজিদেও মাইকিং করা হয়। পরে স্থানীয় জনতা ধাওয়া করে অপহৃত শিশু কন্যাকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করতে সক্ষম হন। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে ঘটনাস্থলে পুলিশ এসে অপহরনকারীকে থানায় নিয়ে যায়। আটক অপহরণকারী মিয়াজানের গাঁও গ্রামের ফারুক মিয়ার বাড়িতে কেয়ারটেকারের দায়িত্ব ছিল। তবে গত দুই বছর পূর্বে সে ওই বাড়ি থেকে চলে যায় বলে স্থানীয়রা জানান।
এব্যাপারে অপহৃত শিশু কন্যা শাহেনা বেগম বলেন, বিদ্যালয়ে যাওয়ার পথে ওই ব্যক্তির সঙ্গে দেখা হয়। তবে তাকে আমি চিনিনা। এসময় ব্যক্তি আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাওয়ার কথা বলে। এসময় আমি তার সঙ্গে যাইতে না চাইলে সে আমাকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্ঠা করে। তখন আমি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে লোকজন ধাওয়া করে তাকে আটক করেন।
শিশু কন্যার দাদি আনোয়ারা বেগম বলেন, তার ছেলে মারা যাওয়ার পর শিশু কন্যা শাহেনা বেগম মৌলভীবাজারের রাজনগর উপজেলার পথেরগাঁও গ্রামে তার মায়ের সঙ্গে থাকতো। তার মা একজন অন্ধ মহিলা হওয়ায় প্রায় দুইমাস পূর্বে শাহেনা বেগম’কে আমাদের কাছে নিয়ে আসেন। পরে আমার তাকে পড়ালেখার তাকে স্কুলে যাওয়া আসা করতো বলি। সোমবার দেড়টায় বাড়ি থেকে টিফিন শেষে বিদ্যালয়ে যাওয়ার পথে তাকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্ঠা করে।
থানার ওসি শামসুদ্দোহা পিপিএম ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, অপহরণকারী বলেছে শাহেনা বেগমের মা তার মেয়েকে নেওয়ার জন্য পাঠিয়েছে। বিষয়টি তদন্তধীন রয়েছে বলে তিনি জানান।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2AbpBzl
October 15, 2018 at 06:48PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন