উজ্জ্বয়িনীর মহাকাল মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি লস্কর-ই-তৈবার, সতর্কতা ৩ রাজ্যে

নয়াদিল্লি, ২১ অক্টোবরঃ দেওয়ালিতে দেশের ৩ রাজ্যে হামলার হুমকি দিল লস্কর-ই-তৈবা। উড়িয়ে দেওয়া হবে উজ্জ্বয়িনীর মহাকাল মন্দির। এমনটাই হুমকি এসেছে লস্কর কমান্ডার আবু শেখের তরফ থেকে। জানা গিয়েছে, এইনিয়ে একটি হুমকি চিঠি পাঠানো হয় জয়পুরের রেলের এক আধিকারিকের কাছে। ওই চিঠিতে লেখা হয়েছে, হামলা চালানো হবে ২০ অক্টোবর এবং ৯ নভেম্বর। ২০ অক্টোবর ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে। আগামী ৭ নভেম্বর দেওয়ালি। ফলে ওই দিনটিকে হামলার জন্য বেছে নেওয়া হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একটি সংবাদমাধ্যমের পাওয়া খবর অনুযায়ী, জঙ্গিরা টার্গেট করতে পারে মধ্যপ্রদেশ, রাজস্থান ও গুজরাটের বিভিন্ন রেল স্টেশনকে।

উল্লেখ্য, ২০০৮ সালে মুম্বইয়ে হামলা চালিয়েছিল লস্কর। ১০ জন জঙ্গির একটি দল মু্ম্বইয়ে বিভিন্ন দলে ভাগ হয়ে হামলা চালায়। ২৬ নভেম্বর থেক ২৯ নভেম্বর পর্যন্ত ওই হামলায় মৃত্যু হয় ১৬৬ জনের। জীবন্ত ধরা হয় জঙ্গি আজমল কাসাবকে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2EN7Yuf

October 21, 2018 at 03:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top