কোচবিহার, ৩০ অক্টোবরঃ কোচবিহারে প্রশাসনিক সভায় এনআরসি নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সভায় তিনি বলেন, ‘অসমে বাঙালি হটাও অভিযান চলছে। আবার গুজরাটে চলছে বিহারী হটাও অভিযান। বাংলায় এটা হয় না। প্রকৃত ভোটারের নামে অসমে ৪০ লক্ষ ভাই-বোনেদের নাম বাদ দিয়েছে।’ তিনি বলেন, ‘বাংলায় বিভিন্ন জাতির লোক বসবাস করেন। আমরা সবাইকে ভালোবাসি। বাংলায় সবাই আত্মমর্যাদার সঙ্গে মাথা উঁচু করে চলে।’
এদিকে, বেটি বাঁচাও, বেটি পড়াও প্রকল্প নিয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘বেটি বাঁচাও, বেটি পড়াও, এক পয়সাও বাজেট নেই। শুধুই বিজ্ঞাপন। সারা দেশে কেন্দ্রের বাজেট ১০০ কোটি টাকা। তার মধ্যে বিজ্ঞাপনেই চলে যায় সব টাকা। তিন পয়সা করেও মেয়েরা পায় না।’
এদিনের সভার শুরুতে মুখ্যমন্ত্রী ১০৮ কোটি ৫৪ লক্ষ টাকার ১৬টি প্রকল্পের উদ্বোধন ও ৩১ কোটি টাকার ৯টি প্রকল্পের শিলান্যাস করেন। এছাড়া কোচবিহারে ঘুরতে আসা পর্যটকদের জন্য মদনমোহন মন্দির সংলগ্ন এলাকায় আরও একটি থাকার জায়গা করার কথা বলেন মুখ্যমন্ত্রী।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2RkE4yw
October 30, 2018 at 10:45PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন