ঢাকা, ০৪ অক্টোবর- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত। বাংলাদেশকে সেমিফাইনালে চ্যালেঞ্জিং স্কোরের লক্ষ্য ছুঁড়ে দেয় ভারতীয় যুবারা। এর আগে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্বান্ত নেয় ভারত। বৃহস্পতিবার (৪ অক্টোবর) শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৯টায় ম্যাচটি শুরু হয়। যুব এশিয়া কাপে গ্রুপ পর্বে দুর্দান্ত ছন্দে থেকে শেষ চারে উঠেছে ভারত। এ গ্রুপের তিনটি ম্যাচেই জিতেছে তারা। অন্যদিকে সেই তুলনায় একটু ব্যাকফুটে টাইগার বাহিনী। তারা তিন ম্যাচের দুটিতে জিতে বি গ্রুপ থেকে রানার্সআপ হয়ে সেমিতে উঠেছে তারা। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে শরিফুল ইসলামের বলে ওপেনার দেবদত্ত পাদিকাল হারিয়ে বিপাকে পড়ে ভারত। ৪ বল খেলে মাত্র ১ রান করেন বিদায় নেন ওপেনার দেবদত্ত। এরপর ম্যাচে ফিরে ভারত। ৬৯ রানের মাথায় পরে দ্বিতীয় উইকেট। তৌহিদ হৃদয়ে আঘাতে ফিরে যান অঞ্জু রাওয়াত। ৬১ বলে ৩৫ রান করে ফিরে যান তিনি। অঞ্জু রাওয়াত ফিরে গেলে ক্রিজে আসেন অধিনায়ক প্রভাসিমরান সিং। ক্রিজে এসেই ৩ বল মোকাবেলা করতেই রিসাদ হোসাইন বলে বোকা বলে যান তিনি। কোন রান না করেই এলবিডব্লিউর ফাঁদে পড়ে ফিরে যান তিনি। ফের রিসাদ হোসাইনের আঘাত। তুলে নিলেন ওপেনার যশসভী জয়সওয়াল উইকেট। ওপেনিংয়ে নেমে বেশ ভুগিয়েছে সে। ৬৯ বলে ৩৭ রিসাদের বলে বোল্ড হয়ে ফিরে যান। এরপর অধিনায়ক তৌহিদ হৃদয়ের আঘাতে ফিরে যান হার্শ ত্যাগী ৫ বলে মাত্র ২ রান করেছে। ৫ উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রন নেয় বাংলাদেশ। কিন্তু শেষ দিকে ঝলে উঠে ভারত। সামির চৌধুরীর ৬৭ বলে ৩৬ রান ও আয়ুস বাদোনির ৩৯ বলে ২৮ রান এবং অজয় গঙ্গাপুরামের ৩৩ বলে ১৭ রান ভারতীয় দলকে এনে দেয় চ্যালেঞ্জিং স্কোর। শেষ পর্যন্ত ভারত ৪৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭২ রান করেছে। বাংলাদেশকে জিততে হলে নির্ধারিত ৫০ ওভারে ১৭৩ রান করতে হবে। বাংলদেশের শরিফুল ইসলাম ১০ ওভারে মাত্র ১৬ রান দিয়ে নিয়েছেন ৩ টি উইকেট। আর মৃত্যুঞ্জয় চৌধুরী, তৌহিদ হৃদয়, রিসাদ হোসাইন ২ টি করে উইকেট নেন। মিনহাজুর রহমান পেয়েছেন ১ টি উইকেট। সংক্ষিপ্ত স্কোর: ভারত ১৭২/১০ (৪৯.৩ ওভার), যশসভী জয়সওয়াল ৩৭ রান ও সামির চৌধুরী ৩৬ রান করেন। বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম ১৬ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ: সাজিদ হোসেন, প্রান্তিক নওরোজ নাবিল, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয় (অধিনায়ক), আকবর আলী (উইকেটরক্ষক), শামীম হোসেন, মিনহাজুর রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, রকিবুল হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম। ভারত অনূর্ধ্ব-১৯ একাদশ: ইয়াশভি জেসওয়াল, দেবদুত পাডেকাল, অনুজ রাওয়াত, ইয়াশ রাথর, আইয়ুশ বাদোনি, সিমরান সিং (অধিনায়ক ও উইকেটরক্ষক), হর্ষ তেয়াগি, সিদ্ধার্থ দেসাই, অজয় গঙ্গাপুরাম, মহিত জংরা, সমির চৌধুরী। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/ ০৪ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2P4wkjr
October 04, 2018 at 07:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top