বর্তমান সময় বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা দীপিকা পাড়ুকোন। আগামী মাসেই তার বিয়ে বলিউডের অপর জনপ্রিয় অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে। দীর্ঘদিন প্রেমের পরই বিয়ের সিদ্ধান্ত। রণবীর সিংয়ের সঙ্গে দীপিকার প্রেম শুরু গোলিও কি রাসলীলা রামলীলা ছবির সময় থেকেই। দীর্ঘদিনের সম্পর্ক এবার পরিণতি পাচ্ছে। ১৪ ও ১৫ নভেম্বর বিয়ের অনু্ষ্ঠানের দিন ঘোষণা করেছেন হবু নব দম্পতি। কিন্তু রণবীরের আগেও দীপিকার সঙ্গে বেশ কয়েকজনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তারাই নাকি দীপিকার প্রাক্তন বয়ফ্রেন্ড। নিহার পাণ্ডে: নিহার পাণ্ডের সঙ্গে ২০০৫ সালে মুম্বাইয়ে অভিনয় শিক্ষার সূত্রে আলাপ হয়েছিল তাদের। গভীর বন্ধুত্ব থেকেই নাকি প্রেমে পড়েছিলেন দুজনে মধ্যে। উপেন প্যাটেল: উপেন পটেলের সঙ্গে নাকি খুব কম সময়ের জন্য হলেও দীপিকার সম্পর্ক ছিল। তারা নাকি হট ফটোশুটও করেছেন এক সঙ্গে। মুজামিল ইব্রাহিম: মুজামিল ইব্রাহিম নামে এক মডেল-অভিনেতা দাবি করেছিলেন, দীপিকার সঙ্গে নাকি তার সম্পর্ক ছিল। খুব কম সময়ের জন্যই নাকি এই সম্পর্ক স্থায়ী হয়েছিল। সিদ্ধার্থের সঙ্গে ব্রেক-আপ হওয়ার পরই নাকি এই সম্পর্ক তৈরি হয়। যুবরাজ সিং: ২০০৭-২০০৮ সাল নাগাদ অস্ট্রেলিয়াতে দীপিকার জন্মদিনের অনুষ্ঠানের সময় নাকি যুবরাজ সিং উপস্থিত ছিলেন। দীপিকার শুটিং চলছিল, আর যুবি গিয়েছিলেন ভারতীয় দলের সঙ্গে ম্যাচ খেলতে। পরবর্তীতে মুম্বাইয়ে যুবির জন্মদিনও নাকি পালন করেছিলেন দীপিকা। ক্যারিয়ারের কারণেই নাকি এই সম্পর্ক স্থায়ী হয়নি। মহেন্দ্র সিং ধোনি: শোনা গেছে মহেন্দ্র সিং ধোনির সঙ্গেও দীপিকার নাম জড়িয়েছিল ২০০৭ সালের দিকে। ধোনি নাকি বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন দীপিকাকে। কিন্তু যুবির সঙ্গে সম্পর্কের কথা কানে আসতেই ধোনি সরে আসেন। রণবীর কাপুর: ২০০৭ সালে দীপিকার প্রথম ছবি ওম শান্তি ওমর শুটিং চলছিল। অন্যদিকে, রণবীরের প্রথম ছবি সাওয়ারিয়ার কাজ চলছিল, সেই সময়ই দুজনের নাকি আলাপ মেক-আপ শিল্পী ডরিসের মাধ্যমে। সেই ২০০৭ সাল থেকে গভীর সম্পর্ক ছিল দুজনের মধ্যে। তবে বি টাউনে খবর রটেছিল, রণবীরের মা নীতু সিং নাকি দীপিকাকে পছন্দ করতেন না। তাই দুজনের সম্পর্ক নাকি পরিণতি পায়নি। সিদ্ধার্থ মাল্য: লিকার ব্যারন বিজয় মাল্যর ছেলে সিদ্ধার্থের সঙ্গে নাম জড়িয়েছিল দীপিকার। ২০১১ সালে আইপিএল চলাকালীন দুজনকে মাঠেও দেখা গিয়েছিল এক সঙ্গে। তবে বেশি দিন নাকি সেই সম্পর্ক টেকেনি। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/ ২৩ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2CzjpTf
October 24, 2018 at 12:12AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top