মেসি-রোনালদোবিহীন এল ক্ল্যাসিকোয় বাজিমাত করেছে বার্সেলোনা। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে রিয়াল মাদ্রিদকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা। ম্যাচে বার্সার হয়ে হ্যাটট্রিক করেছেন লুই সুয়ারেজ। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে পাওয়া এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা আরো মজবুত করল বার্সা। নিজেদের মাঠে ম্যাচের ১১ মিনিটে ফিলিপ্পে কুতিনহোর গোলে এগিয়ে যায় বার্সা। ৩০ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান ২-০ করেন সুয়ারেজ। বিরতির পর ৫০ মিনিটে এক গোল শোধ করেন মার্সেলো। ৭৫ মিনিটে সুয়ারেজের দ্বিতীয় গোলে ব্যবধান ৩-১ করে বার্সা। ৮৩ মিনিটে নিজের হ্যাটট্রিক তুলে নেন সুয়ারেজ। ৮৭ মিনিটে রিয়ালের কফিনে শেষ পেরেক ঠুকে দেন আর্তুরো ভিদাল। অন্যদিকে জুভেন্টাসের হয়ে সেরা ছন্দে ফিরে এসেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার জোড়া গোল করে একাই জেতালেন শুরুতে পিছিয়ে পড়া দলটিকে। আগের ম্যাচে গোল পেয়েও দলকে জেতাতে না পারার আক্ষেপও দূর হয়েছে এ জয়ে। ম্যাচে এম্পোলির বিপক্ষে জুভেন্টাসের জয় ২-১ গোলের ব্যবধানে। সেই সঙ্গে ১০ ম্যাচ শেষে সিরি এ-তে অপরাজিতই থাকল তুরিনের বুড়িরা। এম্পোলির বিপক্ষে শুরুতে বেশ কোণঠাসা অবস্থায়ই ছিল জুভেন্টাস। দুর্দান্ত আক্রমণভাগ নিয়েও বারবার প্রতিপক্ষ ডিফেন্সের আশপাশে খেই হারাচ্ছিল তারা। ম্যাচে এম্পোলি জুভেন্টাসকে কতটা পরীক্ষায় ফেলেছে, তার দেখা পাওয়া যাবে পরিসংখ্যানে। জুভেন্টাসের ৫৭ শতাংশের বিপরীতে এম্পোলির দখলে বল ছিল ৪৩ শতাংশ। বিশেষ করে প্রথমার্ধে কেবল জুভদের আক্রমণভাগকেই রুখে দেয়নি তারা, উল্টো চাপও সৃষ্টি করেছে জর্জিও কিয়েল্লিনিবিহীন জুভেন্টাসের ডিফেন্সেও। তার ফলও আসে ম্যাচের ২৮ মিনিটে। জুভেন্টাসকে চাপে ফেলে দেয়ার পথে ডান প্রান্ত দিয়ে আসা বল লিওনার্দো বোনোচ্চি ঠেকাতে না পারলে সেটি চলে আসে ফাঁকায় থাকা ফ্রান্সেসকো কাপুতোর কাছে। দারুণ এক বাঁকানো শটে দলকে লিড এনে দেন তিনি। আকস্মিকভাবে এগিয়ে যাওয়ার পর ডিফেন্সে আরো মনোযোগী হয় স্বাগতিকরা। প্রথমার্ধে তাই এম্পোলির রক্ষণ দেয়াল আর ভাঙতে পারেনি জুভেন্টাস। দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় জুভেন্টাস। এ সময় রোনালদো-দিবালাকে দেখা যায় রুদ্রমূর্তিতে। বেড়ে যায় আক্রমণের ধারও, যার ফল আসে ম্যাচে ৫৪ মিনিটে। বল দখলের লড়াই করতে থাকা দিবালাকে ডি-বক্সের ভেতর ফেলে দেন জিয়ানপাওলো কালভারেস। রেফারি বাঁশি বাজিয়ে পেনাল্টির সিদ্ধান্ত দেন। দারুণ এক পেনাল্টি গোলে জুভেন্টাসকে সমতায় ফেরান সিআর সেভেন। এরপর উজ্জীবিত জুভেন্টাস আক্রমণের ধার আরো বাড়িয়ে দেয়। যে ধারাবাহিকতায় ৭০ মিনিটে দ্বিতীয় গোল করে ম্যাচ নিজেদের পক্ষে নিয়ে আসেন সিআর সেভেন। এ জয়ে ১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানটা আরো একটু মজবুত করল তারা। দারুণ একটি রাত পার করার পর রোনালদো বলেন, এটা খুবই জটিল ম্যাচ ছিল। আমরা জানতাম, এটা খুবই কঠিন ম্যাচ হতে যাচ্ছে। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের পর এবং আমরা একটু ক্লান্তও ছিলাম। আমরা ম্যাচে ছিলাম। নিজেদের দখল বজায় রেখেছিলাম। বিরতির পর অনেক সুযোগ তৈরি করেছি এবং দিন শেষে জয়টা আমাদের প্রাপ্য ছিল। ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল চেলসি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্নলেকে এবং ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আর্সেনাল। তথ্যসূত্র: বণিক বার্তা একে/০৫:১৫/২৯ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2AyiukE
October 29, 2018 at 11:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top