ঢাকা, ৩০ অক্টোবরঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাদণ্ডের মেয়াদ ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করল হাইকোর্ট। রাষ ঘোষণার পর বিএনপিপন্থী আইনজীবিরা হাইকোর্ট চত্বরে বিক্ষোভ দেখান।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এই দুর্নীতির মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ৫ বছরের সাজা শোনায় বিশেষ আদালত। এছাড়া খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারপার্সেন তারেক রহমান, প্রাক্তন সাংসদ কাজি সালিমুল হক কামাল, প্রাক্তন মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকি, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এরপর সেই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন বিএনপি নেত্রী। সেই মামলার শুনানিতে আদালত আজ সেই সাজা বাড়িয়ে ১০ বছর করে। বাকিদের সাজা একই রাখে।
রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল আদালত চত্বর।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Q5pFGt
October 30, 2018 at 01:23PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন