এবার থেকে মাতৃভূমির দায়িত্ব মহিলাদের হাতে

কলকাতা, ৬ অক্টোবরঃ দুর্গাপুজোর আগে নারী শক্তি বৃদ্ধি পেল পূর্ব রেলে। জানা গিয়েছে, শিয়ালদা মাতৃভূমি স্পেশাল ট্রেনে চালক থেকে নিরাপত্তাকর্মী সবই এবার থেকে মহিলা দ্বারা পরিচালিত হবে। শুক্রবার পূর্বরেল শাখায় মাতৃভূমি স্পেশাল লোকাল ট্রেন চালান সৌমিতা রায়। গার্ড হিসেবে কাজে যোগ দেন সবিতা সাউ। শিবানী মজুমদার অ্যাসিস্ট্যান্ট সাব ইনসপেক্টরের সঙ্গে আরও ৭জন মহিলাকে নিয়ে গঠিত হবে প্রমীলা বাহিনী। পূর্ব রেলে মাতৃভূমি লেডিজ স্পেশাল ট্রেনে প্রমীলা বাহিনী এই প্রথম। মহিলাদের হাতে মাতৃভূমির দায়িত্ব তুলে দেওয়ার বিষয়টিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এই পদক্ষেপ মেয়েদের আরও উৎসাহিত করবে এবং সাহস জোগাবে বলে মনে করছে কর্তৃপক্ষ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PgY2JV

October 06, 2018 at 11:40AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top