চলমান মৌসুমে দুটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন তিনিউইম্বলডন ও ইউএস ওপেন। এবার সাংহাই মাস্টার্স ফাইনালে তাঁর সামনে দাঁড়াতেই পারেননি ক্রোয়েশিয়ার বোরনা চোরিচ। নোভাক জোকোভিচ সহজেই ৬-৩, ৬-৪ গেমে জিতে নিয়েছেন ম্যাচ। আর এই ম্যাচটি জিততে তিনি সময় নিয়েছেন মাত্র ৩৭ মিনিট। প্রতিপক্ষের বিরুদ্ধে শুরু থেকেই দাপট দেখাতে শুরু করেন জোকোভিচ। সার্বিয়ান তারকার সামনে এদিন অনেকটাই অসহায় ছিলেন চোরিচ। কোনো প্রতিরোধই গড়তে পারেননি তিনি। এই সাফল্যে র্যাঙ্কিংয়ে বেশ এগিয়েছেন জোকোভিচ। রজার ফেডেরারকে পেছনে ফেলে ২ নম্বরে উঠে এলেন তিনি। টানা ১৮ ম্যাচে জয়ী নোভাক তাড়া করছেন বিশ্বের এক নম্বর রাফায়েল নাদালকেও। এভাবে খেলে যেতে পারলে তাঁর এক নম্বরে ফিরে আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এমএ/ ০২:৪৪/ ১৫ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2OXL0nH
October 15, 2018 at 08:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top