উৎসবের দিনে অ্যাপ-ক্যাব ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের

কলকাতা, ৩১ অক্টোবরঃ নিজেদের দাবিদাওয়া না মানলে আগামী ৫ ও ৬ নভেম্বর ধর্মঘটের হুঁশিয়ারি দিলেন উবের চালকরা। বালিগঞ্জ ফাঁড়ির উবের অফিসের সামনে মঙ্গলবার দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তাঁরা। ক্যাব থেকে নামিয়ে দেওয়া হয় বহু যাত্রীকে। দার্ঘক্ষণ বন্ধ থাকে পরিসেবা।

বিক্ষোভকারীদের অভিযোগ, গত শনিবার থেকে বিনা নোটিশেই তাঁদের মধ্যে অনেকের অ্যাপ ব্লক করে দেওয়া হয়েছে। তবে এ ব্যাপারে তাঁরা কিছু জানে না বলে জানিয়েছে উবের কর্তৃপক্ষ। উবেরের গাড়ি মালিক ও চালকদের অভিযোগ, তাঁদের অতি সামান্য কমিশন দেয় সংস্থা। যাত্রীদের অধিকাংশ ভাড়াই নিয়ে নিচ্ছে উবের কর্তৃপক্ষ। উবেরগো-তে ৭ টাকা প্রতি কিলোমিটার ইনসেনটিভ পান তারা। তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে ১৮ টাকা প্রতি কিলোমিটার ইনসেনটিভ দাবি করেছেন তারা। পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীদের নিয়ে যাওয়া হয় গড়িয়াহাট পুলিশ স্টেশনে। উবের কর্তৃপক্ষের কোনও অফিসারের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে বিক্ষোভ দেখানো ছাড়া কোনও উপায় ছিল না বলে জানিয়েছেন ক্যাবচালকরা। মঙ্গলবারের ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছে উবের কর্তৃপক্ষ। সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, ‘আমাদের চালকদের দ্বারা পরিসেবা ব্যাহত হওয়ায় দুঃখিত। কিছুসংখ্যক লোকের জন্য এমনটা হয়েছে।’

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2CSecGj

October 31, 2018 at 01:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top