নয়াদিল্লি, ৪ অক্টোবরঃ উর্ধ্বমুখী জ্বালানির দাম। প্রত্যেকদিন আগের দিনের থেকে কিছুটা হলেও বাড়ছে জ্বালানি তেলের দাম। ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ৮৪ টাকায় দাঁড়িয়েছে৷ অন্যদিকে মুম্বইতে ৯২ টাকা ছুঁইছুঁই পেট্রলের দাম৷ মুম্বইতে বৃহস্পতিবার পেট্রলের দাম লিটার প্রতি ১৪ পয়সা বৃদ্ধি পেয়েছে৷ অন্যদিকে ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে ২১ পয়সা প্রতি লিটার৷ মুম্বইতে নতুন দাম হয়েছে ৮০.১০ পয়সা৷ বৃহস্পতিবার সকালে মুম্বাইয়ে প্রতি লিটার পেট্রোলের দাম হয়েছে ৯১.৩৪ টাকা৷ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম হয়েছে ৮৫.৭৯ টাকা ও চেন্নাইতে দাম হয়েছে ৮৭.৩৩ টাকা৷ অন্যদিকে কলকাতায় লিটার প্রতি ডিজেলের দাম হয়েছে ৭৮.২৮ টাকা। দিল্লিতে ডিজেলের দাম লিটার প্রতি ২০ পয়সা বেড়ে হয়েছে ৭৫.৪৫ টাকা৷ আন্তর্জাতিক বাজারে ক্রমশ পড়ছে টাকার দাম। সেই সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে পেট্রোপণ্যের মূল্য৷
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Nmn7BF
October 04, 2018 at 11:19AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন