বিধাননগরে চলন্ত অটোয় যুবতির শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার চালক

কলকাতা, ৯ অক্টোবরঃ চলন্ত অটোয় যুবতির শ্লীলতাহানি ও তাঁকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল অটোচালককে। ধৃতের নাম হারাধন দাস।

জানা গিয়েছে, ভিনরাজ্যের ওই যুবতি কলকাতায় পড়াশোনা করেন। সেই সূত্রে সল্টলেকের এজি ব্লকে পেয়িংগেস্ট থাকেন। ওই যুবতির অভিযোগ, গত সপ্তাহে তিনি জিম করতে যাওয়ার জন্য বিডি ব্লকের অটোয় ওঠেন। সেই সময় অটোচালক তাঁকে কটূক্তি করে এবং শ্লীলতাহানি করে বলে অভিযোগ। যুবতি তখন অটো থেকে নেমে গিয়ে বিষয়টি বিধাননগর ট্র্যাফিকের এক অফিসারকে জানান। এদিন সকালে যুবতি সল্টলেকের তিননম্বর ট্যাংকের কাছে অটোর জন্য দাঁড়িয়েছিলেন। সেই সময় ওই অটোচালক সেখানে আসে। সে যুবতিকে অটোর সামনের সিটে বসতে বলে। যুবতি উঠতে না চাইলে তাঁর হাত ধরে টানাটানি করে বলে অভিযোগ। এরপর যুবতি অটোর নম্বর সহ ট্র্যাফিক অফিসারকে বিষয়টি জানান। ট্র্যাফিকের তরফে ঘটনাটি বিধাননগর উত্তর থানায় জানানো হয়। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে বিধাননগর আদালতে তোলা হবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OdXk3D

October 09, 2018 at 05:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top