রোহিতদের কীর্তি ছুঁলেন তাঁদের উত্তরসূরিরা

ঢাকা, ৭ অক্টোবরঃ রোহিতদের কীর্তি ছুঁলেন তাঁদের উত্তরসূরিরা। রবিবার ঢাকার শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ১৪৪ রানে হারিয়ে এশিয়া কাপ ঘরে তুলল ভারতের অনূর্ধ্ব-১৯ দল। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন অধিনায়ক প্রভসিমরন সিং। অধিনায়কের সিদ্ধান্তের যোগ্য মর্যাদা রাখেন দলের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল (৮৫) এবং অনুজ রাওয়াত (৫৭)। ওপেনিং উইকেট পার্টনারশিপে ১২১ রান যোগ করেন এই দুই ভারতীয় যুব ক্রিকেটার।
লঙ্কান বোলাররা ওপেনিং জুটিতে ভাঙন ধরাতে সমর্থ হলেও ভারতের রান তিনশোর গণ্ডি পেরোনো আটকাতে পারেননি। শেষ ১০ ওভারে ১১৩ রান যোগ করেন প্রভসিমরন সিং এবং আয়ুষ বাদোনি। ভারতের অধিনায়কের ব্যাট থেকে আসে ৩৭ বলে ৬৫ রানের ঝোড়ো ইনিংস। উলটোদিকে, ২৮ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন আয়ুষ। শেষপর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেটে ৩০৪ রানে থামে ভারতের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় শ্রীলঙ্কার যুব দল। ৯৬ রানের মধ্যে নিজেদের আট উইকেট হারায় তাঁরা। ভারতের হয়ে ছয় উইকেট নেন হর্ষ ত্যাগী (১০-৩৮-৬)। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন তিনি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2yoRLoC

October 07, 2018 at 10:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top