চট্টগ্রাম, ২১ অক্টোবর- আর রূপালী গিটার হাতে অলিগলিতে ঘুরে বেরাতে দেখা যাবে না তাকে। যে ঘুমন্ত শহরকে জাগাবেন বলে রূপালী গিটার হাতে তুলে নিয়েছে আজ সেই শহরে চিরদিনের মতো ঘুমিয়ে গেলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চু। নিজের শেষ ইচ্ছা অনুযায়ী মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন এ কিংবদন্তি। শনিবার (২০ অক্টোবর) মাগরিবের নামাজের আগে চট্টগ্রাম নগরের এনায়েত বাজারের চৈতন্যগলি বাইশমহল্লা কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে শনিবার (২০ অক্টোবর) বাদ আসর নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে হাজারও মুসল্লির অংশগ্রহণে চতুর্থ জানাজা সম্পন্ন হয়। জানাজায় ইমামতি করেন জমিয়াতুল ফালাহ মসজিদের খতিব অধ্যক্ষ মাওলানা সৈয়দ আবু তালেব মো. আলাউদ্দিন। মৃত্যর ১৫ দিন আগেও চট্টগ্রামে অনুষ্ঠান করতে গিয়েছিলেন উপমহাদেশের মাস্টার-গিটারিস্ট ও কিংবদন্তি সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চু। সেখানে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে নিজের কবরের স্থান দেখিয়ে দেন তিনি। এ বিষয়ে আইয়ুব বাচ্চুর মামা আব্দুল আলীম লোহানী বলেন, গত ৩ অক্টোবর (বুধবার) মায়ের কবর জিয়ারত করতে এসে কবরস্থানের তত্ত্বাবধায়ক জাফরকে বলেছিল, জাফর আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার মায়ের পাশে আমাকে কবর দিবা। অন্যদিকে চৈতন্য গলি কবরস্থানের মতোয়ালী হাফেজ গোলাম রহমান বলেন, আইয়ুব বাচ্চু চট্টগ্রামে এলে মায়ের কবর জিয়ারত করতে এখানে আসতেন। তার ইচ্ছায় আজ এখানে তার দাফন করা হয়েছে। বাংলাদেশের লিড গিটারিস্ট জনপ্রিয় ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চু বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকালে হৃদযন্ত্রে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়ার পথে ব্যক্তিগত গাড়িতে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তার মৃত্যুতে ভক্ত অনুরাগী থেকে শুরু করে সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। শুক্রবার (১৯ অক্টোবর) বাদ জুমা জাতীয় ঈদগাহে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ নেয়া হয় মগবাজারে তার স্টুডিও এবি কিচেনে। সেখানে তার দ্বিতীয় জানাজা হয়। এরপর মরদেহ নেয়া হয় চ্যানেল আই কার্যালয়ে। সেখানে তৃতীয় জানাজা হয়। এর আগে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ রাখা হয় সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য। তথ্যসূত্র: বিডি২৪রিপোর্ট একে/০৭:২৫/২১ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2q5dA8U
October 22, 2018 at 01:25AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন