ঢাকা, ২৮ অক্টোবর- কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র দেবী দেখে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। সারা দেশের ৩৫টি প্রেক্ষাগৃহে টানা দ্বিতীয় সপ্তাহের মতো চলছে অনম বিশ্বাস পরিচালিত ও জয়া আহসান প্রযোজিত দেবী। ঢাকার স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি দেখেছেন হুমায়ূন আহমেদের চার সন্তান। চলচ্চিত্রটির মার্কেটিং কনসাল্টেন্ট রুম্মান রশীদ খান প্রতিবেদককে জানান, হুমায়ুন আহমেদের প্রথম সংসারের দুই সন্তান শীলা আহমেদ ও নুহাশ হুমায়ূন সিনেমাটি দেখেছেন শুক্রবার। আর হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন তার দুই ছেলে নিষাদ ও নিনিতকে নিয়ে দেবী দেখেছেন গত বৃহস্পতিবার। শীলা আহমেদ তার প্রতিক্রিয়ায় বলেন, আমাদেরকে জয়া আহসান ছবি দেখতে আমন্ত্রণ জানিয়েছেন এ কারণে আমরা সম্মানিত বোধ করেছি। কারণ আমার বাবার যেটা নিয়ে যেই কিছু বানাক, কখনো আমাদের ইনভল্ভ করেনি। এক সময় বাবার পরিচালনায় আগুনের পরশমণি চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ শিশু শিল্পীর জাতীয় পুরস্কার পাওয়া শীলা বলেন, আমি ছবিটা এভাবেই দেখেছি যে, এটা জয়া আহসানের সিনেমা। অনেক ভালো লাগলো। উনি এটার মধ্যে অনেক এফোর্ট দিয়েছেন। যা ছবির প্রথম থেকে শেষ পর্যন্ত বোঝা যায়। আমার বাবা যে ছবিগুলো বানিয়েছিলেন, সেগুলোও এতো গোছানো লাগে নাই। অন্যদিকে অভিনেত্রী-নির্মাতা শাওন বলেন, বই পাঠের অভিজ্ঞতার বাইরে শুধু ছবিটা মাথায় নিয়ে দেখলে ভালো লাগবে দর্শকের। নির্মাতা অনম বিশ্বাস নিজের মতো করে ছবিটি বানিয়েছেন। কিছু কিছু জায়গায় হুমায়ূন থেকে সরে এসেছেন। কট্টর হুমায়ূনভক্তরা হয়ত এতে কিছুটা মনক্ষুণ্ন হবেন, তবে এ স্বাধীনতাটা নির্মাতার থাকা উচিত। এ সিনেমা দেখার জন্য দর্শকদের হল পর্যন্ত আনতে পারাকে প্রযোজক জয়া আহসানের সবচেয়ে বড় সফলতা হিসেবে দেখছেন শাওন। অনম-জয়ার দেবী হুমায়ূনপুত্র নিষাদের কাছ থেকে পেয়েছে দশে দশ। তবে নিনিত দুই নম্বর কেটে রেখেছে। কারণ দেবীকে দেখে ভয় পেয়েছে সে। ছোট্ট নিনিত জানায়, ভয়ে হয়ত সারা রাত ঘুমাতেই পারবে না। গতবছর মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ডুব হুমায়ূন পরিবারের ঘোর আপত্তির মুখে পড়লেও এবার জয়া আহসানের দেবী নিয়ে তেমন কোনো আপত্তি ওঠেনি পরিবারের পক্ষ থেকে। তারা সিনেমাটি দেখতে হলে যাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে জয়া আহসান বলেন, আমার অভিনয় জীবনের শুরু থেকে যখন কেউ আমার কাছে জানতে চেয়েছে, আমার প্রিয় অভিনেত্রী কে? আমি বরাবরই শিলা আহমেদের নামটি নিয়েছি। আমি নিশ্চিত, আমার মত আরও অনেকেই শিলা আহমেদের অভিনয়ের ভক্ত। সেই শিলা আমার প্রযোজিত প্রথম চলচ্চিত্র দেবী দেখতে এসে আমাদের অনেক বেশি সম্মানিত করেছে। আমি কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞ। নুহাশ হুমায়ূনের কথাও আলাদাভাবে উল্লেখ করতে চাই। দেবী চলচ্চিত্রের শুরু থেকে এখন পর্যন্ত নুহাশকে পাশে পেয়েছি সবসময়। ধন্যবাদ নুহাশ হুমায়ূন। জয়া বলেন, আমরা যারা হুমায়ূন আহমেদ স্যারকে শ্রদ্ধা করি, ভালোবাসি, স্মরণ করি, তারা হুমায়ূন আহমেদ স্যারের পরিবারকেও ভীষণভাবে ভালোবাসি। সূত্র: বিডিনিউজ২৪ আর/০৮:১৪/২৮ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2D9lO8n
October 28, 2018 at 03:20PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন