এসকে মুভিজ কলকাতায় বেশ হিট ছবি উপহার দিয়ে পা রেখেছিলেন বাংলাদেশে। শুরুর দিকে বাংলাদেশে সুপার স্টার শাকিব খানকে নিয়ে যৌথ প্রযোজনায় শিকারি, নবাব, চালবাজ, ভাইজান এলো রে সহ আরও বেশ কয়েকটি ছবি দর্শকদের উপহার দেন। রাজধানীর ইস্কাটনে প্রতিষ্ঠানটি অফিস নিয়ে বেশকিছু দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়ে বাংলাদেশে ব্যবসা করতে চেয়েছিল কিন্তু হুট করেই নিজদের সব কিছু থেকে গুটিয়ে নিচ্ছে প্রতিষ্ঠানটি। আর এর কারণ হিসেবে প্রাথমিকভাবে বলা হয়েছে শাকিব খানের নাম। এসকে মুভিজের দাবি, শাকিব খানকে নিয়ে নতুন একটি ছবি নির্মাণ করতে চেয়েছিল তারা। কিন্তু শাকিব খান পারিশ্রমিক হাঁকিয়ে বসেন ৬০ লাখ। যা রীতিমতো ভড়কে দিয়েছে এসকে মুভিজকে। এই পারিশ্রমিক শুনেই নাকি তারা শাকিব খানকে নিয়ে ছবি করার আগ্রহ হারিয়েছে। আর শাকিব খানকে এড়িয়ে অন্য কোনো নায়কের উপর ভরসাও নেই তাদের। তাই বাধ্য হয়ে এপারে লগ্নি বন্ধ করতে যাচ্ছে। তবে চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই প্রতিষ্ঠানটির এ কথা মানতে নারাজ। তারা মনে করছেন যৌথ প্রযোজনা ও সাফটা চুক্তি শক্তিশালী হওয়াতে তারা তাদের ব্যবসা গুটিয়ে নিচ্ছেন। এ বিষয়ে অশোক ধানুকা বলেন, বাংলাদেশে ছবি মুক্তি দিতে অনেক বাধা আসে। যৌথ প্রযোজনায় নতুন নীতিমালা হয়েছে। ওই নীতিমালা মেনে ছবি নির্মাণ সম্ভব না। যৌথ প্রযোজনায় বাংলাদেশে যত ছবি হিট করেছে সবগুলোতে আমার লস হয়েছে। মানুষের মুখে মুখে শুধু ছবি হিট হয়েছে। সব ছবির মধ্যে ভাইজান এলো রে এক্সট্রা-অর্ডিনারি ছিল। কিন্তু আমি উল্লেখ করার মতো মুনাফা পাইনি। তো এভাবে উলুবনে মুক্তা আর কত ছড়াবো। আমি এখানকার মানুষদের নানা আশ্বাস শুনে শুনে ক্লান্ত। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/ ০৪ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2zR4uCb
October 05, 2018 at 12:11AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top