আজ থেকে এলাহাবাদ হল প্রয়াগরাজ

লখনউ, ১৬ অক্টোবরঃ আজ থেকে এলাহাবাদের নাম হল প্রয়াগরাজ। মন্ত্রীসভার বৈঠকের পর উত্তরপ্রদেশের মন্ত্রী সিদ্ধার্থ নাথ সিং জানিয়েছেন, সর্বসম্মতিক্রমে উত্তরপ্রদেশের মন্ত্রীসভায় পাশ হল এলাহাবাদের নাম পরিবর্তনের প্রস্তাব। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন ২০১৯-এর কুম্ভ মেলার আগেই এলাহাবাদের নাম পরিবর্তন হবে।

উত্তর প্রদেশের রাজ্যপালও যোগীর এই সিদ্ধান্তে সহমত হয়েছিলেন। মন্ত্রিসভার অনুমোদন বাকি ছিল। সেটিও এবার পেয়ে গেলেন যোগী। যোগী বলছিলেন, এলাহাবাদে গঙ্গা এবং যমুনার সঙ্গমস্থল। দুই প্রধান নদীর সঙ্গমস্থল হওয়ায় এলাহাবাদকে প্রয়াগের রাজা বলা হয়। সেকারণেই প্রয়াগরাজ নাম রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল। এছাড়াও সেখানকার বাসিন্দারা অনেকদিন ধরেই এই নাম পরিবর্তনের দাবি করছিলেন বলে জানান তিনি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2pWNeFY

October 16, 2018 at 03:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top