চট্টগ্রাম, ২০ অক্টোবর- কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহ চট্টগ্রামে পৌঁছেছে। ইউএস বাংলার বিএস১০৩-এর একটি ফ্লাইটে শাহ আমানত বিমানবন্দরে পৌঁছায় আইয়ুব বাচ্চুর মরদেহ। শনিবার (২০ অক্টোবর) সকাল ১০টা ৫০ মিনিটে ইউএস বাংলার বিএস১০৩-এর একটি ফ্লাইটে শাহ আমানত বিমানবন্দরে পৌঁছায় আইয়ুব বাচ্চুর মরদেহ। এলআরবি ব্যান্ড সূত্র জানায়, শনিবার (২০ অক্টোবর) সকাল ১০টা ৫০ মিনিটে ইউএস বাংলার বিএস১০৩-এর একটি ফ্লাইটে শাহ আমানত বিমানবন্দরে পৌঁছায় আইয়ুব বাচ্চুর মরদেহ। ফ্লাইটে আইয়ুব বাচ্চুর স্বজনসহ মোট ২০ জন রয়েছেন। স্থানীয় পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর হোসেইন জানিয়েছেন, কিংবদন্তি এই শিল্পীকে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন, জানাজা ও দাফনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বাদ আছর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে চতুর্থ নামাজে জানাজা। এরপর চট্টগ্রাম নগরীতে জানাজা শেষে আজ আইয়ুব বাচ্চুর নানাবাড়ি চট্টগ্রামের মাদারবাড়িতে নিয়ে যাওয়া হবে জনপ্রিয় এই সংগীত শিল্পীকে। চৈতন্যগলি কবরস্থানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন রুপালী গিটারের এ যাদুকর। এর আগে শনিবার (২০ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটে তার মরদেহ ঢাকা স্কয়ার হাসপাতালের হিমাগার থেকে বিমানবন্দরে নেয়া হয়। স্ত্রী দুই ছেলে মেয়ে ছোট ভাই পার্থসহ আরো অনেকেই সঙ্গে ছিলেন। মধ্যরাতে আইয়ুব বাচ্চুর ছেলে এবং মেয়ে দেশে ফিরেছেন। এ বিষয়ে আইয়ুব বাচ্চুর ভগ্নিপতি ওমর উদ্দিন আনসারী জানান, শনিবার (২০ অক্টোবর) সকালে বাচ্চুর মরদেহ চট্টগ্রামে আনা হবে। এরপর বাচ্চুর নানাবাড়ি মাদারবাড়িতে নিয়ে যাওয়া হবে। পরে বাদ আসর চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে জানাজা হবে। তারপর মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে। তিনি আরও বলেন, বাচ্চু ভাই যতবারই চট্টগ্রামে আসতেন, মায়ের কবর জিয়ারত করতেন। তারপর আমার সাথে কিছুক্ষণ কথা বলে চলে যেতেন। তার মায়ের কবরের বামপাশে জায়গাটি নির্বাচন করেছে বাচ্চুর মামারা। শনিবার জানাজা শেষে আইয়ুব বাচ্চুকে এখানেই দাফন করা হবে। এর আগে শুক্রবার (২০ অক্টোবর) সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহিদ মিনারে নেয়া হয় কিংবদন্তি ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহ। জাতীয় ঈদগাহে শুক্রবার বাদ জুমা তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে দ্বিতীয় জানাজা হয় তার গানের স্টুডিও মগবাজারে এবি কিচেন এর সামনে। এরপর তৃতীয় জানাজা হয় চ্যানেল আই কার্যালয়ের সামনে। গত বৃহস্পতিবার সকালে হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন আইয়ুব বাচ্চু। সকাল সোয়া ৯টায় তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। পরে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/ ২০ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2q3vVmO
October 20, 2018 at 06:32PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top