যৌন হেনস্তার দায় অস্বীকার আকবরের

নয়াদিল্লি, ১৪ অক্টোবরঃ তাঁর বিরুদ্ধে একাধির মহিলার আনা যৌন হেনস্তার অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন বিদেশ প্রতিমন্ত্রী এম জে আকবর। তিনি বলেন, সমস্ত অভিযোগ মিথ্যা। এবিষয়ে আইনি পদক্ষেপের কথাও তিনি ভাবছেন বলে জানিয়েছেন।

বিভিন্ন ইংরেজি দৈনিকের সম্পাদক থাকার সময় একাধিক মহিলা সাংবাদিকের উপর আকবর যৌন নিগ্রহ চালিয়েছেন, তাঁর বিরুদ্ধে এমনই অভিযোগ করেছেন বেশ কয়েকজন মহিলা সাংবাদিক। ‘#মি টু’ আন্দোলনের ঝড়ে তাঁর মন্ত্রীত্বের কুরসি চলে যেতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। যদিও বিজেপি নেতারা বিষয়টিকে এড়িয়ে গিয়েছেন।

ইতিমধ্যেই তাঁর পদত্যাগের দাবি তুলেছে বিরোধি দলগুলি। আকবরের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে কংগ্রেসের দাবি, ‘এই ইশ্যুতে প্রধানমন্ত্রীকেই মুখ খুলতে হবে।’ কংগ্রেস নেতা আনন্দ শর্মা বলেছেন, ‘অবাক লাগছে প্রধানমন্ত্রী চুপ। যিনি সব বিষয়ে টুইট করেন, মি টু-তে তিনি নীরব।’ অন্যদিকে বিজেপি সভাপতি অমিত শা পরোক্ষভাবে আকবরের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেছেন, দেখতে হবে অভিযোগ সত্য কিনা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2A9Tosd

October 14, 2018 at 10:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top