নয়াদিল্লি, ২৪ অক্টোবরঃ অলোক বর্মা এবং রাকেশ আস্থানার অপসারনে সক্রিয় ভূমিকা রয়েছে চিফ ভিজিল্যান্স কমিশনের। তাঁদের দাবি, পদে থাকাকালীন সিবিআইয়ের দুই কর্তার বিরুদ্ধে স্বস্তঃস্ফূর্ত তদন্ত চালানো সম্ভব ছিল না। সিবিআইয়ের অন্দরে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা সিবিআই তদন্ত করলেও প্রত্যক্ষ তদারকি করবে ভিজিল্যান্স কমিশন।
ঘুষ কাণ্ডে সিবিআইয়ের শীর্ষ দুই কর্তার পরস্পরের বিবাদ রীতিমতো চরমে ওঠে। দুই কর্তার বিবাদ এতটাই চরমে ওঠে যে বিষয়টিতে হস্তক্ষেপ করতে হয় প্রধানমন্ত্রীকে । সূত্রের খবর, চিফ ভিজিল্যান্স কমিশনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পরামর্শ দিয়েছিলেন সিবিআইয়ের দুই শীর্ষ আধিকারিক যেভাবে প্রকাশ্যে ঝগড়া শুরু করেছেন তাতে মধ্যপন্থা হিসাবে দু’জনকেই ছুটিতে পাঠানো হোক। সেইমতো প্রধানমন্ত্রী ছুটিতে যেতে বলেন সিবিআই ডিরেক্টর অলোক বর্মা ও তাঁর ডেপুটি রাকেশ আস্থানাকে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2EFlQq8
October 24, 2018 at 03:52PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন