গত ২৩ মে অবসরের ঘোষণা দেন ৩৬০ ডিগ্রিখ্যাত ডি ভিলিয়ার্স। বিষয়টি ভক্ত-সমর্থকদের কাছে অনেকটা বজ্রপাতের মতো মনে হয়। তবে আবার আশায় বুক বাঁধতে পারেন তার ক্রিকেট ভক্তরা। কেননা, ফের ক্রিকেটে ফিরছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। যখন আন্তর্জাতিক ক্রিকেটে ফর্মের চূড়ায় অবস্থান করছেন তখনি বিদায় বলে দেন এবি। তবে সম্প্রতি এবি ডি ভিলিয়ার্সকে নিয়ে সংবাদ প্রকাশ করেছে ক্রীড়াবিষয়ক টেলিভিশন চ্যানেল স্পোর্টস তাক। চ্যানেলটি তাদের প্রতিবেদনে বলেছে, আগামী জানুয়ারিতে নিজের অবসর নিয়ে নতুন করে ভাবতে পারেন এবি। ফিরতে পারেন আন্তর্জাতিক ক্রিকেটে। একটি বিশ্বকাপ জেতার মনোবাসনা থেকেই হয়তো ফিরবেন তিনি। অবসর নেয়ার সময় অবশ্য ডি ভিলিয়ার্স জানিয়েছিলেন, আর কোন দিন আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন না। দেশের জার্সি গায়ে আর দেখা যাবে না তাকে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে আগামী বছরের মাঝামাঝি সময়ে গড়াবে ক্রিকেট বিশ্বকাপ। এর আগে এবি ডি ভিলিয়ার্সের ফেরার সম্ভাবনার খবর জানিয়ে তার ভক্ত-সমর্থকদের মাঝে বাড়তি আশার সঞ্চারের খবর দিল তাক। আর সবার প্রত্যাশাও ২০১৯ আইসিসি ওয়ানডে বিশ্বকাপে খেলুন এ হার্ড হিটিং ব্যাটসম্যান। এবি ডি ভিলিয়ার্সর ২০০৪ সালে টেস্ট, ২০০৫ সালে ওয়ানডে এবং পরের বছর টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেক হয়। চলতি বছরের মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে জীবনের শেষ টেস্ট, ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে শেষ ওয়ানডে খেলেন। আর ঘরের মাটিতে গত অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি খেলেন তিনি। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/ ২৩ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ENAqMy
October 23, 2018 at 07:47PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন