তিতলির প্রভাবে ব্যাহত জনজীবন, বন্ধ ট্রেন

ভুবনেশ্বর, ১১ অক্টোবরঃ  তিতলির প্রভাবে বিধ্বস্ত ওডিশার জনজীবন। বিভিন্ন জায়গায়  গাছ ভেঙে পড়েছে, বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে, কাঁচা বাড়ি ভেঙে গিয়েছে৷ গোপালপুর ও বেরহারমপুরে ক্ষয়ক্ষতির পরিমাণ  সবচেয়ে বেশি৷ এখনও পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে গঞ্জম, গজপতি, পুরী, খুরদা ও জগতসিংহপুরে৷ সঙ্গে চলছে ঝোড়ো হাওয়া৷ গোপালপুর ও বেরহামপুর অঞ্চলের রাস্তার ধারের বেশ কিছু মাটির বাড়ি ভেঙে গিয়েছে।গোটা রাজ্যে অসংখ্য গাছ উপড়ে যাওয়ায় পথঘাট রুদ্ধ। ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় প্রভাব পড়েছে ট্রেন চলাচলে৷ রেলের তরফে জানানো হয়েছে, তিতলির কারণে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে৷ বেশ কিছু ট্রেনকে ঘুরপথে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হচ্ছে৷  ঝড়ের জেরে খড়গপুরে দাঁড়িয়ে রয়েছে ফলকনামা এক্সপ্রেস৷ খুরদা রোড ও বিজয়বগকরের মধ্যে বন্ধ ট্রেন চলাচল৷ বাতিল করা হয়েছে রাউরকেল্লা-পুরী এক্সপ্রেস, ভাগলপুর-যশবন্তপুর এক্সপ্রেস, বিশাখাপত্তনম-রাইপুর প্যাসেঞ্জার, সম্বলপুর-জুনাগড় রোড প্যাসেঞ্জার, ভুবনেশ্বর-চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস৷ ঝড়ের জেরে বাতিল করা হয়েছে ওডিশা ও অন্ধ্রপ্রদেশের বেশ কিছু বিমানও।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2A3NHw3

October 11, 2018 at 12:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top