জয়পুরে ২২ জনের শরীরে জিকা ভাইরাস

জয়পুর, ৯ অক্টোবরঃ রাজস্থানের জয়পুরে ২২ জনের রক্তে মিলল জিকা ভাইরাসের জীবাণু। এই বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে রিপোর্ট তলব করেছে প্রধানমন্ত্রীর দপ্তর। পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার জয়পুরে স্বাস্থ্য মন্ত্রকের তরফে এক প্রতিনিধিদল পাঠানো হয়েছে।

সরকারি তরফে জানানো হয়েছে, গত ২৪ সেপ্টেম্বর জয়পুরে এক মহিলার রক্তে প্রথম জিকা ভাইরাস মিলেছিল। পরে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভিরোলজিতে ২২ জনের রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। সবকটির নমুনায় জিকা ভাইরাসের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়।

জয়পুর ছাড়াও নজরে রয়েছে বিহার। রাজ্যের ৩৮টি জেলায় জিকা ভাইরাস নিয়ে নির্দেশিকা পাঠানো হয়েছে। বিহারের এক বাসিন্দা পড়াশোনার জন্য জয়পুরে থাকত। সে বাড়ি এসেছিল। তার রক্তে জ়িকার নমুনা ধরা পড়ে। ২৮ অগাস্ট-১২ সেপ্টম্বর পর্যন্ত সে বিহারের সিওয়ানের বাড়িতে ছিল। তার পরিবারের সদস্যদেরও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

রাজস্থানের স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ২২ জিকা ভাইরাস আক্রান্তকে জয়পুরের এসএমএস হাসপাতালে আলাদা রাখা হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে একটি দল জয়পুরে এসেছে। জিকা ভাইরাসের সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য তারা রাজ্য সরকারকে সাহায্য করছে। পরিস্থিতি মোকিবিলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। জয়পুরের শাস্ত্রীনগর এলাকায় মেডিকেল টিম পাঠানো হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NxtWAb

October 09, 2018 at 01:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top