মাদক কারবারের বিরোধিতা করায় খুন!

নয়াদিল্লি, ১ অক্টোবরঃ মাদক কারবারের বিরোধিতা করায় এক ব্যক্তিকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। মৃতের নাম রূপেশ কুমার (৩৪)। ঘটনাটি ঘটেছে দিল্লির তৈমুর নগর এলাকায়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, রবিবার রাতে দুজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি রূপেশের দিকে এগিয়ে আসে এবং তাঁর বুকে গুলি চালায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রূপেশ কয়েক মাস ধরে তৈমুর নগর এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে লড়াই চালাচ্ছিলেন। স্থানীয়দের দাবি, মাদক পাচারকারী দলের কাছে পুলিশের তরফ থেকেই মৃতের পরিচয় ফাঁস করা হয়েছে।

ডেপুটি কমিশনার অফ পুলিশ (দক্ষিণ-পূর্ব) চিন্ময় বিসওয়াল জানান, মৃতের পরিবার জানিয়েছে রূপেশ ওই এলাকায় মাদক ব্যবসার বিরোধিতা করতেন বলেই তাঁকে মারা হয়েছে। তবে ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করা হবে।

এই ঘটনার প্রতিবাদে পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে স্থানীয়রা। অভিযুক্তের সঙ্গে এই ঘটনায় যুক্ত পুলিশের গ্রেফতারেরও দাবি জানানো হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। শূন্যে গুলিও ছোড়া হয়। এতে বেশ কয়েকজন আহত হয়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NTvfhT

October 01, 2018 at 04:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top