অ্যাঙ্গেল কাপ্পা। বিশ্ব ফুটবলে তেমন সুনাম কামাতে পারেননি সত্য। তবে দেশ আর্জেন্টিনায় কোচ হিসেবে যথেষ্টই বিখ্যাত। দীর্ঘ ২৭ বছরের কোচিং ক্যারিয়ারে ঘরেফিরে ১২টি ক্লাবকে কোচিং করিয়েছেন, দেশে সুনাম কামানোরই কথা। এবার অবশ্য দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারেও নিজেকে পরিচিত করলেন ৭২ বছর বয়সী কাপ্পা। তবে সেটা নিজের কোচিং দক্ষতা নিয়ে নয়, ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে সুর মিলিয়ে বিশ্বসেরা লিওনেল মেসির সমালোচনা করে! হ্যাঁ, ম্যারাডোনার সঙ্গে সুর মিলিয়ে কাপ্পাও ধুয়ে দিলেন মেসিকে। বরং মেসি সমালোচনায় কাপ্পা ম্যারাডোনার চেয়েও এককাঠি সরেস। ৫ বারের ব্যালন ডিঅর জয়ী মেসিকে তিনি আখ্যায়িত করলেন বাজারি খেলোয়াড় হিসেবে! কদিন আগে এক টিভি সাক্ষাৎকারে মেসিকে ধুয়ে দিয়েছেন ম্যারাডোনা। আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর স্পষ্ট করেই বলেছেন, মেসি নেতা হওয়ার যোগ্য নন। মেসির নেতা হওয়ার যোগ্যতা নেই দাবি করে ম্যারাডোনা এমনটাও বলেছেন, ম্যাচের আগে ২০ বার বাথরুমে যান মেসি! মেসিকে আর জাতীয় দলে না ফিরিয়ে আনার আহ্বানও জানিয়েছেন আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ী নায়ক। তবে উত্তরসূরির এমন খোল্লামখোল্লা সমালোচনা করে জি দেশ আর্জেন্টিনাতেই মেসি-ভক্তদের তোপের মুখে পড়েছেন ম্যারাডোনা। লাগামহীন সমালোচনা করায় মেসি-ভক্তরা পাল্টা ধুয়ে দিয়েছেন ম্যারাডোনা। তকে কিছু সংখ্যক ম্যারাডোনা ভক্ত আবার ম্যারাডোনার কথায় সায় দিয়েছেন। ম্যারাডোনার সঙ্গে সুর মিলিয়ে কাপ্পাও যেন সেই কাতারেই নাম লেখালেন। কিংবদন্তি ম্যারাডোনার কথায় সায় দিয়ে কাপ্পা রেডিও মিতারকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আমি ম্যারাডোনার সঙ্গে একমত। আপনি মেসিকে দেবতূল্য মনে করতে পারেন না। সে অসাধারণ একজন খেলোয়াড় বটে; তবে সেটা বাজারমূল্যের দিক থেকে। আর্জেন্টিনার মেসির সমালোচনা করলেও বার্সেলোনার মেসির ভূয়সী প্রশংসা করেন ম্যারাডোনা। কাপ্পাও হাঁটলেন সেই পথেই। আর্জেন্টিনা জাতীয় দলের দিক থেকে মেসিকে বাজারি খেলোয়াড় আখ্যায়িত করলেও ক্লাব বার্সেলোনায় মেসির অবদান অবিশ্বাস্য বলেই দাবি করলেন কাপ্পা। বার্সার মেসির প্রশংসা করে কাপ্পা এমনটাও বলেছেন, মেসি না থাকলে বার্সেলোনা পয়েন্ট তালিকার ১০ নম্বরে থাকত! স্প্যানিশ লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে বার্সেলোনা। কাপ্পার দাবি, বার্সার এই শীর্ষে থাকাটা একমাত্র মেসির জাদুর কারণে, সে না থাকলে বার্সেলোনা হয়তো ১০ নম্বরে থাকত। মৌসুমে এ পর্যন্ত অনেক ম্যাচেই বার্সেলোনাকে বাঁচিয়ে দিয়েছে সে। তার কথার অর্থ, মেসি না থাকলে বার্সেলোনা মধ্যম মানের দল! আর্জেন্টিনার বর্তমান অন্তর্বর্তীকালীন কোচ লিওনেল স্কালোনির বিষয়েও ম্যারাডোনার সঙ্গে একমত পোষণ করেছেন কাপ্পা। স্কালোনি আর্জেন্টিনার মতো দেশের জাতীয় দলকে কোচিং করানোর যোগ নন, ম্যারাডোনার অভিযোগটা স্পষ্ট। তার সঙ্গে সুর মিলিয়ে কাপ্পাও বললেন, জাতীয় দলের কোচিং চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট অভিজ্ঞ সে নয়। তাহলে আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে যোগ্য কে? কাপ্পা একজনকে ঠিকই দেখিয়ে দিয়েছেন, আমার মতে, (মরিসিও) পচেত্তিনোকে দায়িত্ব দিলে ভালো করবে। কদিন আগে ক্রিস্তিয়ানো রোনালদোকে বাজারি খেলোয়াড় হিসেবে আখ্যায়িত করেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস। এবার এক আর্জেন্টাইন তকমাটা লাগালেন মেসির গায়ে। দেখা যাক, ভবিষ্যতে আর কার কার গায়ে বাজারি খেলোয়াড় তকমাটা লাগে! তথ্যসূত্র: পরিবর্তন এমইউ/০৪:৫৮/১৬ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2QRLHwg
October 16, 2018 at 10:58PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন