সুপ্রিম নির্দেশ উড়িয়ে সিম কার্ডে বাধ্যতামূলক আধার

নয়াদিল্লি, ২৬ অক্টোবরঃ কোনও বেসরকারি কোম্পানি আধার তথ্য চাইতে পারবে না। গত ১ অক্টোবর এমনটাই রায় দিয়েছিল সুপ্রিমকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, মোবাইল ফোনের সিম কার্ড ইশ্যু করতে আধার কার্ড দেওয়া আর বাধ্যতামূলক নয়। কিন্তু সুপ্রিমকোর্টের রায়ের পরও টেলিকম সংস্থাগুলি আধার ভিত্তিক ই-কেওয়াইসি পদ্ধতি ব্যবহার করছে। এ বিষয়ে সরকারের তরফ থেকে কোনও নির্দেশিকা তারা পায়নি বলে দাবি।

মোবাইল সিম কার্ড ইশ্যু করতে যে এখনও আধার ভিত্তির ই-কেওয়াইসি চালু রয়েছে তা জানিয়েছেন বেশ কয়েকটি টেলিকম সংস্থার এগজিকিউটিভরাই। কারণ পেপারওয়ার্কের ঝামেলা এড়িয়ে এই পদ্ধতি সবচেয়ে সুবিধাজনক বলে জানিয়েছেন তাঁরা। সুপ্রিমকোর্ট রায় দিলেও টেলিকম মন্ত্রক এ বিষয়ে কোনও নির্দেশিকা না পাঠানোয় আধার কার্ডের ব্যবহার চালিয়ে যাচ্ছে টেলিকম সংস্থাগুলি।

আধার কার্ডের দায়িত্বপ্রাপ্ত সংস্থা ইউআইডিএআই অবশ্য জানিয়েছে, সিম কার্ড ইশ্যু করতে আধার কার্ডের ব্যবহার বন্ধ না করলে টেলিকম সংস্থাগুলির বিরুদ্ধে সুপ্রিমকোর্টের নির্দেশ অবমাননার চার্জ আনা হবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2EV5w4y

October 26, 2018 at 05:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top