বিশ্বনাথে এবার যেসব মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে

unnamedমো. আবুল কাশেম, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা প্রতিবছরের ন্যায় এবারেও উৎসবের আমেজ নিয়ে সিলেটের বিশ্বনাথে ২৪টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সার্বজননী ২২টি মন্ডপ ও ব্যক্তিগত ২টি মন্ডপ রয়েছে। এ উৎসবকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আগামী ১৫ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। পূজার ৭দিন বাকি থাকায় মন্ডপগুলোকে শেষ প্রস্তুতির কাজ সেরে নিচ্ছেন সকলেই। পূজার আর মাত্র কিছু দিন বাকি থাকলে উপজেলায় র্দূগা পূজার ব্যাপক প্রস্তুতি চলছে। শেষ মূর্হুতে প্রতিটি পাড়া-মহল্লায় চলছে প্রতিমা তৈরির ধুম। দিন-রাত সমান তালে করে প্রতিমা তৈরি করে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পিরা। এখন শুধু বাকি রয়েছে প্রতিমায় রং তুলির কাজ। এ সপ্তাহের মধ্যে রং তুলির কাজ শুরু হবে বলে প্রতিমা শিল্পীরা জানান।

এদিকে, সনাতন ধর্মবলম্বীদের ধর্মীয় প্রধান উৎসব দুর্গাপূজা সফলভাবে উদযাপনের লক্ষ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি নেয়া হয়েছে। সম্প্রতি উপজেলা পূজা উদযাপন পরিষদের সঙ্গে পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদের তালিকা অনুযায়ী উপজেলায় যেসব মন্ডপে পূজা উৎসব পালিত হবে সেসব মন্ডপগুলো হলো- সার্বজননী শিব-দূর্গা বাড়ি দিঘলী মন্ডপ, একতা যুব সংঘ দিঘলী মন্ডপ, সুরমা বহুমূখী দিঘলী মন্ডপ, সূর্যোদয় সনাতন সংঘ মদনপুর মন্ডপ, ত্রীনয়নী দুর্গা পূজা কমিটি চন্দ্র গ্রাম মন্ডপ, সনাতন সংঘ চন্দ্রগ্রাম মন্ডপ, রায়পুর মন্ডপ, কৃপখালী মন্ডপ, দূর্গা পূজা উদযাপন কমিটি মন্ডপ, বৃন্দাবন জিউর আশ্রম, বৈরাগী বাজার মন্ডপ, চরচন্ডি মন্ডপ, দূর্গা কমিটি পশ্চিম গাঁও সিঙ্গেরকাছ মন্ডপ, সার্বজননী দুর্গাপূজা পরিষদ সিঙ্গেরকাছ পশ্চিম গাঁও মন্ডপ, বিশ্বনাথ পুরান বাজার মন্ডপ, দুর্গা কমিটি জানাইয়া মন্ডপ, কালিবাড়ি কালিগঞ্জ মন্ডপ, কালিজুরী মন্ডপ, রাধাকৃঞ্চ সংঘ দশঘর মন্ডপ, দশঘর পশ্চিম পাড়া মন্ডপ, হরিনাম সংঘ বাউশী মন্ডপ, বরুনী মন্ডপ, ব্যক্তিগত লামাকাজি পূজা মন্ডপ দিঘলী, শারদীয়া পূজা মন্ডপ ভোগশাইল বিশ্বনাথ মন্ডপ।

উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জয়ন্ত আর্চায্য বলেন, সার্বজনীন ২২টি ও ২টি ব্যক্তিগত মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পূজা পালন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, উপজেলার পূজা মন্ডপগুলোতে পুলিশ মোতায়েন থাকবে। পূজা মন্ডপগুলোতে যারা বিশৃংঙ্খলা সৃষ্টি করা চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2OJwjVf

October 08, 2018 at 09:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top