অসম থেকে উদ্ধার শামুকতলার নাবালিকা, গ্রেফতার এক

শামুকতলা, ৬ সেপ্টেম্বরঃ অসম থেকে উদ্ধার হল শামুকতলা এলাকার এক নাবিলাকা। শুক্রবার রাতে অসমের নগাও জেলার বেঙ্গাহাটি এলাকা থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে শামুকতলা থানার পুলিশ। শনিবার ভোরে তাকে শামুকতলা থানায় নিয়ে আসা হয়। এই নিয়ে গত ১ মাসে ভিনরাজ্যে পাচার হয়ে যাওয়া তিনজন কিশোরীকে উদ্ধার করলো পুলিশ।
নাবালিকা পাচারের অভিযোগে রশিদুল ইসলাম (২২) নামে এক যুবকে গ্রেফতার করে পুলিশ।পুলিশ সুত্রে জানা গিয়েছে, ১৫ সেপ্টেম্বর শামুকতলা থানার মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের কাঠালতলা এলাকার ওই নাবালিকা নিখোঁজ হয়। তার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের ক। অভিযোগপত্রে অভিযুক্তের নাম উল্লেখ ছিল না। ২২ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ রা হয়। ওই নাবালিকার মোবাইল ফোনের সুত্র ধরে পুলিশ তদন্ত শুরু করে এবং মোবাইলের  লোকেশন জানতে পেরে ৩ অক্টোবর শামুকতলা থানার এক পুলিশ আধিকারিক, একজন লেডি কনস্টেবল এবং দুজন কনস্টেবল সহ মোট চারজনের একটি দল নওগাঁ পৌঁছোয়। এরপর নওগাঁ জেলা পুলিশের সহযোগীতায় বেঙ্গাহাটিতে গিয়ে ওই নাবালিকাকে উদ্ধার করে পুলিশ।

সংবাদদাতাঃ হরিপদ পাল



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2y3yjhL

October 06, 2018 at 08:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top