গতিহারা চলন্ত সিঁড়ি, রোমে আহত ২০

রোম, ২৫ অক্টোবরঃ মেট্রো স্টেশনে চলন্ত সিঁড়িতে যাত্রীর চাপ বেশি থাকায় আচমকাই অতিরিক্ত দ্রুত গতিতে চলতে শুরু করে সিঁড়ি। কারোর কিছু বুঝে ওঠার আগেই হুড়মুড়িয়ে একে ওপরের ঘাড়ের উপর পড়তে শুরু করেন যাত্রীরা। মঙ্গলবার এমনই পরিস্থিতি তৈরি হয়েছিল ইতালির রোমের রিপুব্বিকা মেট্রো স্টেশনে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কাছেই ইতালির রোমা এবং রাশিয়ান ক্লাব সিএসকেএ মস্কোর মধ্যে ফুটবল খেলা চলছিল। সেকারণে সেদিন মেট্রোতে অধিকাংশ যাত্রীই ছিলেন ফুটবল সমর্থক। চলন্ত সিঁড়িতে কয়েকজন মদ্যপ ফুটবল সমর্থক এতটাই লাফালাফি করছিল যে তার জেরেই বিপত্তি ঘটে। তাঁরা নেমে যাওয়ার পরেই গতিহারা হয়ে যায় চলন্ত সিঁড়িটি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত ফুটবল সমর্থকরা। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OMkP4d

October 25, 2018 at 02:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top