মালদা রামকৃষ্ণ মিশনে কুমারী পুজো

মালদা, ১৭ অক্টোবরঃ প্রতি বছরের মতো এবারও মহাষ্টমীর পূণ্যলগ্নে মালদা রামকৃষ্ণ মিশনে আয়োজিত হল কুমারী পুজো। দেবী হিসাবে পুজো নিল বছর পাঁচের দেবাংশিকা চক্রবর্তী। বুধবার সকাল ৯টা ৩৫ মিনিটে এই পুজো শুরু হয়। শেষ হয় সকাল ১০টা ২৫ মিনিটে। মিশনের সন্ন্যাসী থেকে শুরু করে ব্রহ্মচারীরা বৈদিক রীতি মেনে দেবাংশিকার পুজো করেন। পুজো দেখতে প্রচুর মানুষ এদিন মিশন চত্বরে জড়ো হয়েছিলেন। উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ মৌসম নূরও। তিনি জানান, মিশনের সন্ন্যাসীদের আমন্ত্রণে এবারই প্রথম তিনি কুমারী পুজো দেখতে আসেন। পুজো দেখে তিনি ভীষণ আনন্দিত।

সারদা মায়ের উপস্থিতিতে স্বামীজি নিজে কুমারী কন্যাকে পুজো করেছিলেন। ন’জন ব্রাহ্মণ কন্যাকে পুজোর মধ্য দিয়েই মঠে কুমারী পুজোর রীতি চালু হয়েছিল। এখন অবশ্য আর নয় কন্যার পুজো হয় না। রীতি মেনে অল্পবয়সী এক ব্রাহ্মণ কন্যার আরাধনা হয়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2J3PQKT

October 17, 2018 at 12:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top