মেলবোর্ন, ০৯ অক্টোবর- অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বড় এক দুঃসংবাদই শুনিয়েছিলেন সাকিব আল হাসান। বলেছিলেন তাঁর আঙুল হয়তো আর কখনই শতভাগ ফিট হবেনা। কিন্তু অস্ট্রেলিয়ায় চিকিৎসা শুরু হওয়ার পর আশার আলো জ্বলে উঠছে আবার। এরই মধ্যে মেলবোর্নের অর্থোপেডিক সার্জন প্রফেসর গ্রেগ হয়কে নিজের বাঁ হাতের আঙুল দেখিয়েছেন সাকিব আল হাসান। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গ্রেগ জানিয়েছেন, সব কিছু ঠিক আছে। দুশ্চিন্তার কোনো কারণ নেই। আঙুলের বিভিন্নরকম পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর সাকিব জানিয়েছেন, রিপোর্টে কোনো সমস্যা ধরা পড়েনি। ইনফেকশন নিয়ন্ত্রণে আছে। তবে খেলার জন্য পুরোপুরি ফিট হতে সময় লাগবে। আগামী রোববার (১৪ অক্টোবর) পর্যন্ত সাকিবকে হাসপাতালে থাকতে হবে। আর ব্যাট হাতে নিতে অপেক্ষা করতে হবে কমপক্ষে তিন মাস। এই সময়ের মধ্যে ব্যথা কমে গেলে তখন বোঝা যাবে হাতে অস্ত্রোপচার লাগবে কি না। যদি ব্যথা থেকে যায় তাহলে অস্ত্রোপচারের বিকল্প নেই। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে, ঘরের মাঠে শ্রীলংকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আঙুলে চোট পান সাকিব। সেই চোট নিয়েই দলের স্বার্থে খেলেছেন। সর্বশেষ এশিয়া কাপেও তার চোট নিয়ে অনেক কথা হয়। সাকিবের নিজের ইচ্ছে ছিল, এশিয়া কাপের আগেই আঙুলের অস্ত্রোপচার করানোর। কিন্তু টিম ম্যানেজমেন্টের চাওয়া অনুসারে এশিয়া কাপ শেষে অস্ত্রোপচার করাতেই রাজি হন সাকিব। কিন্তু এশিয়া কাপ খেলতে গিয়ে আঙুলের মারাত্মক আকার ধারণ করে। ফলে টুর্নামেন্ট চলাকালীন সময়েই দুবাই থেকে দেশে ফেরত আসেন দেশসেরা এ অলরাউন্ডার। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/ ০৯ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2yaRAxT
October 10, 2018 at 01:18AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন