বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেছেন- আমি নির্বাচিত হওয়ার পর থেকে দল ও মতের উর্ধ্বে উঠে নিজের বিবেচনায় এলাকায় উন্নয়নে কাজ করেছি এবং ভবিষ্যতেও করে যেতে চাই। বিগত ৫বছর বিশ্বনাথ-বালাগঞ্জ ও ওসমানীনগরে ব্যাপক উন্নয়ন হয়েছে, যা দৃশ্যমান। আমি এক তরুণ হিসেবে আমার এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। তাই আমি সকলকে সাথে নিয়ে, সকলের দোয়া ও ভালবাসায় আরো এগিয়ে যেতে চাই।
তিনি বলেন, আসন্ন নির্বাচনে জোট হোক আর ভোট হোক সিলেট-২ আসনে লাঙ্গল প্রতীক নিয়ে আমি আবারও জনগণের দুয়ারে আসবো। আমার বিশ্বাস মানুষ আমার কাজের মূল্যায় করে এলাকার উন্নয়ন ও শান্তির লক্ষ্যে আমাকে ভোট দিয়ে আবারো নির্বাচিত করবেন।
তিনি শুক্রবার (১২অক্টোবর) বিকেলে বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের দিঘলী সার্বজনীন শ্রী শ্রী শিব ও দুর্গাবাড়ী পুজা মন্ডপে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এর আগে প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে লামাকাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলা নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন, ৩৩ লাখ টাকা ব্যয়ে দিঘলী-মান্দাবাজ-রেল লাইন রাস্তার ৫০০ মিটার পাকাকরণ কাজের উদ্বোধন, ১৫ লাখ টাকা ব্যয়ে দিঘলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেইট ও প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন এবং ৩ লাখ টাকা ব্যয়ে দিঘলী সার্বজনীন শ্রী শ্রী শিব ও দুর্গাবাড়ীতে মাটি ভরাট কাজের শুভ উদ্বোধন করেন এমপি ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া।
দিঘলী সার্বজনীন শ্রী শ্রী শিব ও দুর্গাবাড়ী পূজা মন্ডপের সভাপতি তন্ময় দাশ পুরকায়স্থ চপল’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিষু দে ও যুগ্ম সাধারণ সম্পাদক অরবিন্দু দে অভি’র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ, গোবিন্দগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুধাংশ শেখর দত্ত, দিঘলী সার্বজনীন শ্রী শ্রী শিব ও দুর্গাবাড়ী পূজা মন্ডপের উপদেষ্ঠা স্বরবিন্দু চক্রবর্তী, সুনিল কান্তি দে, বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক এ কে এম দুলাল, স্থানীয় ইউপি সদস্য কাঞ্চন চক্রবর্তী। অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন রুদ্ব দে ও তন্ময় ধর।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে দূর্গাপূজা উপলক্ষে সনাতম ধর্মাবলম্বী অসহায় দরিদ্র মহিলাদের মাঝে শাড়ী বিতরণ করেন এমপি ইয়াহ্ইয়া চৌধুরী।
এসময় উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক আবুল খয়ের মেম্বার, জাপা নেতা রুবেল আহমদ আফজাল, শরিফ উদ্দিন প্রমুখ সহ জাতীয় পার্টি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2Egv2kH
October 13, 2018 at 01:08PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন