বিশ্বনাথে ১৩ দিনেও গ্রেফতার হয়নি কথিত ডাক্তার রহিম

faloup-1বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ভুল চিকিৎসায় ২০মাস বয়সী শিশু তানভীর আহমদের মৃত্যুর ১৩দিন পেরিয়ে গেলেও এখনো গ্রেফতার হয়নি অভিযুক্ত ডাক্তার এমএ রহিম। ঘটনার পর থেকেই সে লাপাত্তা রয়েছে। তালাবদ্ধ অবস্থায় রয়েছে তার রহিম মেডিকেল সেন্টারও।

গত ২৭ সেপ্টেম্বর বৃহষ্পতিবার বিকেলে বিশ্বনাথ উপজেলার বাওয়ানপুর গ্রামের মৃত মরম আলীর ছেলে ও উপজেলা সদরের পুরান বাজার কলেজ রোডের রহিম মেডিকেল সেন্টারের মালিক, কথিত ডাক্তার এমএ রহিমের ভুল চিকিৎসায় মারা যায় দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের টিলা মামনপুর (মোহাম্মদপুর) গ্রামের প্রবাসী মরতুজ আলীর ২০মাস বয়সী কনিষ্ঠ পুত্র তানভীর আহমদ।

মৃত্যুর পাঁচদিন পর ২ অক্টোবর মঙ্গলবার রাতে তার মা লিলি বেগম বাদী হয়ে অভিযুক্ত এমএ রহিমকে একমাত্র আসামী করে বিশ্বনাথ থানায় মামলা (নং-২) দেন। কিন্তু ঘটনার ১৩দিন পেরিয়ে গেলেও এখনো আটক হয়নি ওই কথিত ডাক্তার।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই সবুজ কুমার নাইডু বলেন, আসামীকে গ্রেফতার করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2NtXoHj

October 09, 2018 at 06:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top