কলকাতা, ১২ সেপ্টেম্বরঃ জিনিসপত্র রাখার জন্য খুলে দেওয়া হল হিন্দু হস্টেলের একটি ঘর। পাশাপাশি, ছাত্রদের বেশ কয়েকটি দাবি কর্তৃপক্ষ লিখিতভাবে মেনে নেওয়ায় ১০ দিনের অনশন প্রত্যাহার করে নিলেন প্রেসিডেন্সির পড়ুয়ারা। অনশন তুললেও অবস্থান অব্যাহত আন্দোলনকারীদের।
বৃহস্পতিবার পিডব্লিউডি-র সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্সির আন্দোলনকারী পড়ুয়ারা। সেখানেই হিন্দু হস্টেল নিয়ে পড়ুয়াদের বেশ কয়েকটি দাবি মেনে নেয় কর্তৃপক্ষ। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার বলেন, ১০ সেপ্টেম্বর কে বা কারা বিশ্ববিদ্যালয়ের গেটে তালা লাগিয়েছিল তা জানতে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রায় দু‘মাসের অবস্থান ও তারপর ১০ দিনের অনশনের পর হিন্দু হস্টেল ফেরত পাওয়ার দীর্ঘ আন্দোলনের জয় হল বলে মনে করছেন প্রেসিডেন্সির পড়ুয়ারা। আন্দোলনকারীদের বেশ কয়েকটি দাবি মেনে নেওয়ার পর কর্তৃপক্ষের তরফে ছাত্রদের রাজারহাটের হস্টেলে ফিরে যেতে অনুরোধ করা হয়েছিল। তবে কর্তৃপক্ষের এই অনুরোধ মানছেন না আন্দোলনকারীরা। জানা গিয়েছে, তাঁরা ক্যাম্পাসে থেকেই অবস্থান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Cbg9NP
October 12, 2018 at 02:05PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন