রাজকোট, ৪ অক্টোবর ঃ অভিষেক টেস্টেই হাফ সেঞ্চুরি করলেন পৃথ্বী শা। মাত্র ৫৬ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি শচীন তেন্ডুলকরের পর পৃথ্বীই সবচেয়ে কমবয়সী ভারতীয় ব্যাটসম্যান, যাঁর টেস্ট অভিযেক হল। লাঞ্চের বিরতি পর্যন্ত ভারতের স্কোর এক উইকেটে ১৩৩। পৃথ্বী শা ৭৫ রানে ও চেতেশ্বর পূজারা ৫৬ রানে অপরাজিত রয়েছেন। এই প্রথম রাজকোটে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু কেএল রাহুলের কাছে এই টেস্টের স্মৃতি সুখকর হল না। শূন্য রানেই ফিরতে হয় তাঁকে। যদিও পরে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের কেউই আর দাগ কাটতে পারেননি। পাঁচের ওপর রানরেট রেখে স্কোরবোর্ড সচল রাখেন পৃথ্বী-পূজারা জুটি। কেরিয়ারে দ্বিতীয় টেস্টে মাত্র ১৬ বছর ২১৪ দিনে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অর্ধশতরান হাঁকিয়েছিলেন শচীন। এই তালিকায় দু’নম্বরে রয়েছেন পার্থিব প্যাটেল৷ ১৮ বছর ৩০১ দিনের মাথায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অর্ধশতরান করেছিলেন পার্থিব৷ রাজকোটে ১৮ বছর ৩২৯ দিনের মাথায় অভিষেকেই অর্ধশতরান করলেন পৃথ্বী৷
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NgC34d
October 04, 2018 at 12:27PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন