বিনোদপুরে গণহত্যা দিবস পালন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুরে গণহত্যা দিবস পালন হয়েছে। দিবসটি উপলক্ষে বিনোদপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা ইউনিটের উদ্যোগে শনিবার সকালে একটি শোক র‌্যালী বের হয়ে বিনোদপুর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে শহীদের স্মরণে শহীদ মিনারে পু®পস্তবক অর্পন শেষে বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্মরণ সভায় মিলিত হয়। বিনোদপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মসিউর রহমানের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মাহ্তাব উদ্দিন, বিনোদপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্য রুহুল আমিন, বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক  সাবিরুদ্দিন, সহকারী শিক ওবাইদুর রহমান, শহীদ পরিবারের সন্তান আব্দুর রাকিব ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদিকুর রহমান পটুসহ অন্যরা। এরআগে শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। প্রসঙ্গত, ১৯৭১ সালে এই দিনে বিনোদপুর উচ্চ বিদ্যালয়ে অবস্থিত পাকবাহিনীর ক্যাম্পের সদস্যরা এলাকার মুখ চেনা রাজকারদের সহায়তায় চাঁনশিকারী, লছমনপুর, এরাদত বিশ্বাসেরটোলা, কবিরাজটোলাসহ কয়েকটি গ্রামের স্থানীয় মুক্তিযোদ্ধাদের আত্মীয় ও মুক্তিযুদ্ধের স্বপরে নিরহ ৩৯ জন ব্যক্তিকে ধরে এনে বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক শিবগঞ্জ/ ০৬-১০-১৮


from Chapainawabganjnews https://ift.tt/2zWdJBk

October 06, 2018 at 07:32PM
06 Oct 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top