ম্যাচের শুরুর দিকে দলকে এগিয়ে দেওয়া গোলে অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন ক্রিস্তিয়ানো রোনালদো। কিন্তু জেনোয়ার বিপক্ষে শেষ পর্যন্ত জাল অক্ষত রাখতে না পারায় মৌসুম প্রথম পয়েন্ট হারিয়েছে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল। ইউভেন্তুসের মাঠে শনিবার সেরি আর ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। মৌসুমে সব মিলিয়ে টানা ১০ ও লিগে টানা আট জয়ের পর প্রথম পয়েন্ট হারিয়েছে টানা সাতবারের সেরি আ চ্যাম্পিয়নরা। ভাগ্য বিরূপ না হলে ম্যাচের চতুর্দশ মিনিটে এগিয়ে যেতে পারতো ইউভন্তুস। কুয়াদরাদোর ক্রসে প্রথমে নিজের হেড ক্রসবারে লাগার পর ফিরতি বল উড়িয়ে মারেন রোনালদো। কিছুক্ষণ পরেই অবশ্য গোল পেয়ে যান পর্তুগিজ ফরোয়ার্ড। স্বদেশি ডিফেন্ডার জোয়াও কানসেলোর শট আরেক জনের পায়ে লাগার পর কোনোমতে ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক। কিন্তু বিপদমুক্ত করতে পারেননি। ফাঁকায় বল পেয়ে টোকায় লক্ষ্যভেদ করেন রোনালদো। সেরি আয় রোনালদোর এটি পঞ্চম গোল। এরই সঙ্গে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে প্রথম ফুটবলার হিসেবে ৪০০ গোলের মাইলফলক স্পর্শ করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারতো। কিন্তু আলেক্স সান্দ্রোর গোলমুখে বাড়ানো বলে রোনালদোর টোকা কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক। ৫৩তম মিনিটে পোলিশ ফরোয়ার্ড পিয়াতেকের দূরপাল্লার শট ঠেকিয়ে দেন গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি। ৬৭তম মিনিটে গ্যালারিকে স্তব্ধ করে দিয়ে হেডে সমতা ফেরান ব্রাজিলিয়ান মিডফিল্ডার দানিয়েল বেসা। দুই মিনিট পর আবারও এগিয়ে যেতে পারতো স্বাগতিকরা। কিন্তু রোনালদোর লাফিয়ে নেওয়া হেড ক্রসবারের একটু উপর দিয়ে চলে যায়। খানিক পর পাওয়া দিবালা গোল করার মতো পজিশনে বল পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নিলে পয়েন্ট হারানোর হতাশায় মাঠ ছাড়ে ইউভেন্তুস। নয় ম্যাচে আট জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইউভেন্তুস। সূত্র: বিডিনিউজ২৪ আর/০৮:১৪/১৪ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2S3I9IF
October 21, 2018 at 03:13PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন