নয়াদিল্লি, ২৯ অক্টোবরঃ সম্পূর্ণ দেশীয় প্রয়ুক্তিতে তৈরি ট্রেন ১৮ এর পরীক্ষমূলক যাত্রা শুরু হচ্ছে আজ। জানা গিয়েছে, সেমি হাইস্পিড এই ট্রেনের সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১৬০ কিলোমিটার। ট্রেনটি তৈরি করেছে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি। সংস্থার জেনারেল ম্যানেজার এ মানি জানিয়েছেন, ২৯ অক্টোবর ট্রেনের যাত্র শুরু হবে। আগামী ২-৩ মাস পরীক্ষামূলকভাবে চলাচল করার পর পরীক্ষায় সফল হলে ট্রেনটিকে যাত্রী পরিবহণের কাজে লাগানো হবে। স্টেইনলেস স্টিলের তৈরি এই ট্রেনটি তৈরি করতে খরচ পড়েছে ১০০ কোটি টাকা। ট্রেনটিকে সম্ভবত দিল্লি-আগ্রা-ভোপাল রুটে চালানো হবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2qgBdLz
October 29, 2018 at 11:59AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন