অলোক ভার্মার বিরুদ্ধে ২ সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ শীর্ষ আদালতের

নয়াদিল্লি, ২৬ অক্টোবরঃ আগামী ২ সপ্তাহের মধ্যে অলোক ভার্মার বিরুদ্ধে তদন্ত শেষ করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিলেন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি হবে দীপাবলির পরে। সেক্রেটারিয়েটের নোটে উল্লেখ থাকা অভিযোগের তদন্ত ওই সময়ের মধ্যে শেষ করতে হবে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনকে। অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে পটনায়েকের অধীনে চলবে তদন্ত প্রক্রিয়া। এই সময়ের মধ্যে কোনও নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না অলোক ভার্মা এবং এম নাগেশ্বর রাও। এই সময়ে নাগেশ্বর রাও শুধুমাত্র রুটিন কাজগুলি করবেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2z452Dg

October 26, 2018 at 12:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top