কলকাতা মেট্রোর পরিকাঠামো আমূল পরিবর্তনের লক্ষ্যে রেল

কলকাতা, ২৯ অক্টোবরঃ আগামী দেড় বছরের মধ্যে কলকাতা মেট্রো রেলের পরিকাঠামোর আমূল পরিবর্তন করা হবে। সোমবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন রেলওয়ে বোর্ডের সদস্য রাজেশ আগরওয়াল। জানা গিয়েছে, এই বিষয়ে তিনি রেলের ১৭টি জোনের সমস্ত ইঞ্জিনিয়ারদের নিয়ে কনফারেন্স করেন।

কলকাতায় মেট্রো রেল চলাচল প্রায় ৩৫ বছর আগে চালু হয়েছে। তাই কলকাতা মেট্রোকে আধুনিক করার পরিকল্পনা নিয়েছে রেল মন্ত্রক। এদিন সাংবাদিক বৈঠকে রাজেশ আগরওয়াল জানিয়েছেন, ‘আগামী দেড় বছরের মধ্যে কলকাতা মেট্রো রেলে আমূল পরিবর্তন আনা হবে। প্রযুক্তিগতভাবে অনেক পিছিয়ে পড়ার জন্যই মেট্রোতে যান্ত্রিক ত্রুটি হচ্ছে। তাই রেলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেট্রো রেলের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2AxpTR7

October 29, 2018 at 12:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top