কুয়ালালামপুর, ২১ অক্টোবর- মালয়েশিয়ায় একটি নির্মাণস্থলে ভূমিধসে ৫ বাংলাদেশিসহ ৯ জন নিহত হয়েছেন। এখন পর্যন্ত চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকি পাঁচজনের মৃতদেহ উদ্ধারে অভিযান পরিচালনা করেছে দেশটির উদ্ধারকারী বাহিনী। দেশটির পেনাং রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার স্থানীয় সময় বিকেল দুইটার দিকে মুষলধারে বৃষ্টির কারণে পেনাংয়ের জালান বেরকামবার পায়া টেরাবোং রিলাউর কাছে টুইন হিলস এক্সপ্রেসওয়ে প্রকল্পের সাইটে ভূমিধসের ঘটনা ঘটে। মাটির নিচে চাপা পড়া নয়জনের সবাই নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন পেনাং ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের পরিচালক সাদন মোক্তার জানান, আজকে (রবিবার) আবহাওয়া ঠিক আছে। আমরা তৃতীয় খাতে অপারেশন চালিয়ে যাবো। যেখানে পাঁচজন চাপা পড়েছেন। খবর স্টার অনলাইনের। মাটির নিচে চাপা পড়া নয়জনের যে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তারা হলেন, বাংলাদেশের আকতারুল (৩৫); ইন্দোনেশিয়ার সামসুল আসমান (১৯), বাহতিয়ার (৩৬) এবং মিয়ানমারের খিন আয়ে খাইং। এছাড়া যে পাঁচজনের মৃতদেহ এখনো উদ্ধার করা যায়নি তারা হলেন, বাংলাদেশের মিঠু হুসাইন (৩০), মোহাম্মদ আব্দুল জলিল (৩১), উজ্বল (৩৩), রাহাত (২৫) এবং একজন ইন্দোনেশিয়ান। নিহত বাংলাদেশি উজ্বল, রাহাত এবং আকতারুল একে অপরের খালাতো ভাই। তাদের সবার বাড়ি যশোরের ঝিগরগাছায়। তথ্যসূত্র: ঢাকাটাইমস আরএস/ ২১ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Ey9TSX
October 21, 2018 at 09:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top