কলকাতা, ২৬ অক্টোবরঃ সর্বভারতীয় পিআরটি স্কেল অনুযায়ী রাজ্যের প্রাথমিক শিক্ষকদের বেতন ও গ্রেড পে দিতে হবে। জানা গিয়েছে, এই দাবিতে আগামী ২৯ ও ৩০ অক্টোবর শহিদ মিনারের নিচে দু’দিন ব্যাপী অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (ইউইউপিটিডব্লিউএ)। সংগঠনের সদস্যরা মনে করছেন, ৫০ হাজারের বেশি প্রাথমিক শিক্ষক এই অবস্থান বিক্ষোভে যোগ দিতে পারেন। কিন্তু, প্রশাসনের তরফে এইনিয়ে কোনও সদুত্তর না পেলে বিক্ষোভকারী শিক্ষকরা শহিদ মিনার থেকে নবান্নে গিয়ে সেখানেও বিক্ষোভ দেখাবেন বলে জানাচ্ছেন ইউইউপিটিডব্লিউএ-র রাজ্য কমিটির সদস্য গোপালচন্দ্র সরকার।
অরাজনৈতিক সংগঠন ইউইউপিটিডব্লিউএ-র ডাকা আন্দোলনে এর আগে প্রায় ৪৫ হাজার শিক্ষক অংশগ্রহণ করেছিলেন। এবার সেই সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যাবে বলে মনে করছেন সংগঠনের সদস্যরা।
ছবিঃ সংগৃহীত
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2yZHmja
October 26, 2018 at 12:32PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন