রাজকোট, ০৬ অক্টোবর- টেস্টে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় জয় পেল ভারত। রাজকোটে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ২৭২ রানে হারিয়েছে বিরাট বাহিনী। এই হারে দুটেস্টের সিরিজে ১-০ পিছিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। অভিষেকে সেঞ্চুরি করে ম্যাচের সেরা পৃথ্বী শ। স্কোরবোর্ডে প্রহাড়াপ্রমাণ রান তুলে ক্যারিবিয়ান ক্রিকেটারদের কোমড় আগেই ভেঙে দিয়েছিল কোহলিবাহিনী। ব্যাটিং করতে নেমে ভারতীয় স্পিনারদের সামনে অসহায় আত্মসমর্পণ করলেন ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। ফলো-অন করে ৪৬৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্ত ১৯৬ রানে শেষ হয়ে যায় ক্যারিবায়ানদের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসের রবিচন্দ্রন অশ্বিনের স্পিনের বিরুদ্ধে দুইশর গণ্ডি টপকাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। আর দ্বিতীয় ইনিংসে চায়নাম্যাচ কুলদীপ যাদবের স্পিনের ভেলকিতে দুইশর আগেই শেষ হয়ে যায় ক্যারিবিয়ানদের লড়াই। প্রথম ইনিংসে ৪৮ ওভারে ১৮১ রানে শেষ হয়ে গিয়েছিল ক্যারিবিয়ানদের লড়াই। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ থামল ১৯৬ রান। অর্থাৎ কোনও ইনিংসেই দুইশ রানের গণ্ডি টপকাতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা।০ রাজকোটে টস জিতে প্রথম ব্যাটিং নিয়ে স্কোর বোর্ডে ৬৪৯/৯ রান তুলে ডিক্লেয়ার্ড দেয় ভারত। অভিষেক টেস্টে দুরন্ত সেঞ্চুরি করে নজর কাড়েন পৃথ্বী শ। মুম্বাইয়ের বছর আঠারোর ডানহাতি লোকেশ রাহুলের সঙ্গে ভারতীয় ইনিংস শুরু করে ১৩৪ রানের ইনিংস খেলেন। শুরু থেকেই ক্যারিবিয়ান বোলার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখে মাত্র ৯৯ বলে শতরানে পৌঁছান পৃথ্বী। ভারতের প্রথম কম বয়সি ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করার রেকর্ড গড়েন মুম্বাইয়ের এই ডানহাতি ব্যাটসম্যান। পৃথ্বী যেখানে শেষ করেন সেখান থেকে শুরু করেন ক্যাপ্টেন কোহলি। পৃথ্বীর শতরানের পর সেঞ্চুরি আসে বিরাট কোহলির ব্যাট থেকে। ১৩৯ রানের ইনিংস খেলেন ভারত অধিনায়ক। ক্যারিয়ারে এটি ২৪তম টেস্ট সেঞ্চুরি কোহলির। সেই সঙ্গে বিরাট টপকে যান শচিন ও সৌরভকে। পাঁচ দিনের ক্রিকেটে ২৪টি শতরান করতে ১২৫ ইনিংস নিয়েছিলেন শচিন টেন্ডুলকার। কোহলি মাত্র ১২৩ ইনিংসেই ২৪টি শতরানের হাঁকানের ক্লাবে ঢুকে পড়লেন। টেস্টে দ্রুততম ২৪ সেঞ্চুরি হাঁকানোর তালিকায় শীর্ষস্থানে রয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডন ব্র্যাডম্যান। মাত্র ৬৬ ইনিংসে ২৪টি শতরান হাঁকিয়েছিলেন সাবেক অজি অধিনায়ক। কোহলির ২৪টি শতরানের মধ্যে ১৭টি এসেছে অধিনায়ক হিসেবে। চলতি বছরে এই নিয়ে চারটি টেস্ট সেঞ্চুরির মালিক হলেন বিরাট। সেই সঙ্গে চলতি বছরে টেস্টে ১০০০ রানের গণ্ডি টপকালেন তিনি। এই নিয়ে টানা তিনবছর টেস্ট ক্রিকেটে হাজার রানের গণ্ডি টপকে যান বিরাট। টানা পাঁচ মৌসুমে টেস্টে হাজারের বেশি রান হাঁকানোর নজির রয়েছে অজি ওপেনার ম্যাথু হেডেনের। পৃথ্বী ও বিরাটের সেঞ্চুরির পর শতরান আসে রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে। টেস্ট ক্যারিয়ারে প্রথম শতরানের স্বাদ পান বাঁ-হাতি এ অল-রাউন্ডার। ব্যাটে সেঞ্চুরির পর ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে ৩টি উইকেট তুলে নেন জাদেজা। দ্বিতীয় ইনিংসে ভারতের সফলতন বোলার কুলদীপ যাদব। ৫৭ রানে পাঁচ উইকেট নিয়ে ক্যারিয়ারে প্রথমবার ইনিংসে পাঁচ উইকেট নিলেন চায়নাম্যান কুলদীপ। সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট ১২ তারিখ থেকেে হায়দরাবাদে৷ সূত্র: পূর্বপশ্চিম এমএ/ ০৮:২২/ ০৬ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2zV8hOT
October 07, 2018 at 02:42AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top