ঢাকা, ১৫ অক্টোবর- আগামী ১৯ অক্টোবর দ্বিতীয়বারের মতো দেশব্যাপী মু্ক্তি পাচ্ছে বাপ্পি চৌধুরী ও নবাগত অধরা খান জুটর ছবি নায়ক। এর আগে ২৮ সেপ্টেম্বর ছবিটি মাত্র একটি হলে মুক্তি পায়। পরে ১২ অক্টোবর দেশব্যাপী মহাসমারোহে মুক্তি দেয়ার ঘোষণা দিলেও মেঘকন্যা ছবির প্রযোজকের মামলায় হাইকোর্টের নিষেধাজ্ঞায় সেটা সম্ভব হয়নি। অবশেষ ১৯ অক্টোবর মুক্তি পাচ্ছে ছবিটি। ছবিটি পরিচালনা করছেন যুগল পরিচালক ইস্পাহানি আরিফ জাহান। তিনি বলেন,নায়ক ছবিটি গল্প নির্ভর। এ সময়ের দর্শকদের কথা মাথায় রেখেই ছবিটি নির্মাণ করেছি। হল মালিকদের কাছে বাপ্পির ছবির চাহিদা রয়েছে। এ পর্যন্ত ৮০ হল বুকিং হয়েছে। আমরা আর হল বাড়াতে চাচ্ছিনা। আপাতত ৮০ হলেই মুক্তি দেবো। ছবিতে আরও অভিনয় করেছেন মৌসুমী, অমিত হাসান, আমান রেজা, নুসরাত জাহান পাপিয়াসহ অনেকে। ছবিটি নিয়ে নায়ক বাপ্পি চৌধুরী বলেন,ছবিটিতে আমি ভিলেন, আমিই নায়ক। অন্য রকম একটি গল্পের ছবি এটি। এতে দর্শকরা নতুনভাবে দেখতে পাবেন আমাকে। এমন চরিত্রে আগে কখনও দেখেননি। আশা করি ছবিটি দর্শকদের কাছে ভালো লাগবে। অধরা খান বলেন, আমার প্রথম ছবি মুক্তি পেতে যাচ্ছে। প্রথম ছবি মুক্তি মানেই অন্যরকম এক আনন্দ। সেই সঙ্গে ভয়ও কাজ করছে। জানিনা দর্শক কতটা গ্রহণ করবেন আমাকে। তবে আমি চেষ্টা করেছি ভালো কিছু করার। আশা করি দর্শকদের ভালোবাসা পাবো। তথ্যসূত্র: সমকাল আরএস/ ১৫ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2EnmWa1
October 15, 2018 at 11:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top