কড়া নিরাপত্তার মধ্যে আজ খুলছে সবরীমালা মন্দির

তিরুবনন্তপুরম, ১৭ অক্টোবরঃ সব বয়সের মহিলারাই ঢুকতে পারবে সবরীমালা মন্দিরে। কয়েকদিন আগে এমনই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই রায়ের পর আজ পুজোর জন্য এই প্রথমবার খুলছে মন্দির। আদালতের নির্দেশ অনুযায়ী, আজ থেকে ঋতুমতীরাও মন্দিরে ঢুকতে পারবে।

গতকাল মন্দিরে প্রবেশের অনেক আগেই নীলাক্কল বেসক্যাম্পে গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। তাদের মধ্যে বেশ কয়েকজন মহিলা সাংবাদিকও ছিলেন। ফিরে যেতে বলা হয় কম বয়সি মেয়েদের। তাদের বক্তব্য, ১০ থেকে ৫০ বছর বয়সি কোনো মহিলাকেই মন্দিরে ঢুকতে দেওয়া হবে না।
এদিকে কেরালা সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে তৈরি। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, পূন্যার্থীদের সুরক্ষা দিতে সবরকম ব্যবস্থা করা হয়েছে। কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তিনি স্পষ্ট জানিয়েছেন, সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে কোনও রিভিউ পিটিশন দায়ের করা হবে না।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OrnP61

October 17, 2018 at 08:31AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top