হেইনজ ইন্ডিয়ার মিলিকানা কিনতে চলেছে জাইডাস

নয়াদিল্লি, ২৪ অক্টোবরঃ বিকিয়ে যেতে চলেছে কমপ্ল্যান, গ্লুকন ডি, নাইসিল, সম্প্রীতি ঘি-এর মত ব্র্যান্ড। সব কিছু ঠিকঠাক থাকলে এই সব ব্র্যান্ডের মালিকানা আসতে চলেছে আমেদাবাদের জাইডাস ওয়েলনেস-র হাতে। এতদিন এদের মালিকানা ছিল হেইনজ ইন্ডিয়া-র হাতে।

বুধবার জাইডাস ওয়েলনেসের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ক্যাডিলা হেল্থকেয়ারের সঙ্গে যৌথভাবে তারা হেইনজ ইন্ডিয়া অধিগ্রহণের বিষয়টি প্রায় পাকা করে ফেলেছে। মার্কিন বহুজাতিক ক্রাফ্ট হেইনজ-এর ভারতীয় সহযোগী সংস্থা হল হেইনজ ইন্ডিয়া। মোট চুক্তির পরিমাণ ৪,৫৯৫ কোটি টাকা। আসা করা হচ্ছে, সমস্ত সরকারি অনুমোদন পেলে ২০১৮-১৯ সালের চতুর্থ ত্রৈমাসিকে সংস্থার মালিকানা হাতবদল প্রক্রিয়া শেষ হবে।
চুক্তি অনুযায়ী, চারটি জনপ্রিয় ব্র্যান্ডের পাশাপাশি হেইনজ ইন্ডিয়ার সমস্ত ব্যবসার মালিক হবে জাইডাস। এর মধ্যে আলিগড় ও সিতারগঞ্জে তাদের দু’টি বড় কারখানা এবং অপারেশন, রিসার্চ, সেলস, মার্কেটিং ও সাপোর্ট টিম। এ ছাড়াও হেইনজ ইন্ডিয়ার সঙ্গে দেশের ২৯টি রাজ্যে ৮০০ জন ডিট্রিবিউটর ও ২০ হাজারের মত হোলসেলার যুক্ত আছেন।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PSWndS

October 24, 2018 at 07:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top