আমেদাবাদ , ৬ অক্টোবরঃ গিরের সিংহদের বংশরক্ষায় মরিয়া গুজরাট সরকার এবার তাদের ঠিকানা বদলের সিদ্ধান্ত নিয়েছে। শনিবার রাজ্যের বন ও পরিবেশমন্ত্রী গণপত ভাসবা জানিয়েছেন, অজানা অসুখ থেকে বাঁচাতে সিংহদের গির থেকে সরিয়ে নিয়ে যাওয়া হবে। তাদের ৮০ কিলোমিটার দূরে বারদা দুঙ্গার এলাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। আগামী দিনে বারদাই হবে পশুরাজদের নতুন ঠিকানা। বনদপ্তরের এক আধিকারিক জানান, পোরবন্দর জেলায় ৩৪৩ বর্গকিলোমিটার জায়গা জুড়ে ছড়ানো বারদা দুঙ্গারে সিংহদের বসবাসের উপযোগী পরিবেশ রয়েছে। ১৯৯৫ সালে গিরের সিংহদের একাংশকে বারদা ও মধ্যপ্রদেশের কুনো পালপুর জঙ্গলে নিয়ে যাওয়ার কথা উঠেছিল। কিন্তু নানা কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। সম্প্রতি ২৩টি সিংহের মৃত্যুর ঘটনা সামনে আসার পর বাকিদের বারদায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। তবে সব সিংহ নাকি তাদের একাংশকে নতুন ঠিকানায় নিয়ে যাওয়া হবে সেটা স্পষ্ট নয়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2y3IqTt
October 06, 2018 at 10:49PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন